This Article is From Apr 13, 2020

দিল্লিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫৬

সোমবার দিল্লি সরকার ঘোষণা করে, সন্দেহভাজন করোনা আক্রান্তদের চিহ্নিত করতে প্রতিটি বাড়িতে ৫ জন সদস্যের একটি টাস্কফোর্স পাঠানো হবে

দিল্লিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫৬

COVID-19: দিল্লিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১,৫১০ জানাল সরকার

নয়াদিল্লি:

দিল্লিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, মোট আক্রান্তের সংখ্যা ১,৫১০। করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮। দিল্লিতে চিহ্নিত জোন বা এলাকার সংখ্যা বেড়ে হয়েছে ৪৭, নতুন এলাকার মধ্যে যোগ হয়েছে সন্ত নগর এবং বুরারি, এমনটই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। সোমবার দিল্লি সরকার ঘোষণা করে, সন্দেহভাজন করোনা আক্রান্তদের চিহ্নিত করতে প্রতিটি বাড়িতে ৫ জন সদস্যের একটি টাস্কফোর্স পাঠানো হবে। দিল্লি সরকারের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানান, এইরকম ১৪,০০০ “পায়ে হাঁটা যোদ্ধা এবং নজরদারি ফোর্স” বুথস্তর পর্যন্ত কাজ করবে।

আধিকারিকরা আরও জানান, একজন বুথস্তরের আধিকারিক সহ প্রতিটি দলে থাকবেন পাঁচজন করে সদস্য, নাগর-রক্ষক স্বেচ্ছাসেবক, পুলিশ কনস্টেবল, স্যানিটাইজেশন, এবং অঙ্গনওয়াড়িকর্মী থাকবেন সেই দলে।

.