This Article is From Mar 14, 2020

করোনা প্রতিরোধে ব্যালটে পুরভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন

করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যালটে পুরভোট পরিচালনার ইচ্ছাপ্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

করোনা প্রতিরোধে ব্যালটে পুরভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন

সূত্রের খবর, ইভিএম ভোট হলে একটা বোতামে একাধিক ভোটারের আঙুলের স্পর্শ থাকে। আর  করোনা প্রতিরোধে এখন যেকোনও প্রকার স্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। (প্রতীকি ছবি)

কলকাতা:

করোনা সংক্রমণ (Coronavirus Prevention) প্রতিরোধে ব্যালটে পুরভোট পরিচালনার ইচ্ছাপ্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। শনিবার এমন ইঙ্গিত দিয়ে কমিশন বলে, “করোনা সংক্রমণের ছোঁয়া বাঁচাতে ব্যালটে ভোট করানোর পর্যাপ্ত পরিকাঠামো আছে। যদি সব রাজনৈতিক দল সেই মর্মে আগ্রহ প্রকাশ করে আমরা উদ্যোগ নিতে পারি।“ জানা গিয়েছে, সোমবার, ১৬ মার্চ পুরভোটের নির্ঘণ্ট স্থির করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। সেই বৈঠকে সর্বমতের ভিত্তিতে স্থির হবে পুর নির্ঘণ্ট।রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক এই প্রসঙ্গে পিটিআইকে বলেছে, পুর আইনের সংবিধানে আমাদের  প্রয়োজনে ব্যালটে ভোটগ্রহণ (West Bengal Civic Body Polls) করার পরিসর দেওয়া আছে। সেই মোতাবেক আমাদের পরিকাঠামোও প্রস্তুত।

করোনা সতর্কতা: সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সূত্রের খবর, ইভিএম ভোট হলে একটা বোতামে একাধিক ভোটারের আঙুলের স্পর্শ থাকে। আর  করোনা প্রতিরোধে এখন যেকোনও প্রকার স্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু ব্যালটের ক্ষেত্রে সেই সমস্যা নেই। তাই কমিশনের সেই আধিকারিকের দাবি, “তাই সোমবারের বৈঠকে ব্যালটে ভোট করার দাবি উঠলে আমরা প্রস্তুত।“ এখন দেশের প্রায় সব ভোট ইভিএমে হয়। যদিও একাধিক বিরোধী দল ব্যালটে ভোট আয়োজন করাতে একাধিকবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দরবার করেছে। একাধিক ভোটের ফল ঘোষণার পর ইভিএম বিকৃত বা হ্যাক করার অভিযোগ তুলেছে জাতীয়স্তরে বিরোধী দলগুলো।

করোনা সতর্কতা: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি ও শিবপুর আইআই(ই)এসটি

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ইভিএম পালটে ব্যালটে ভোটে করানোর পক্ষপাতী। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো আবার সে ব্যাপারে অনীহা। সবমিলিয়ে সোমবারের বৈঠকে চূড়ান্ত হবে ভোটের নির্ঘণ্ট সঙ্গে ইভিএম না ব্যালট; তার ভাগ্য।

.