This Article is From Dec 13, 2018

মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী  হতে  চলেছেন কমলনাথ: সূত্র

দীর্ঘ দিনের  সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথকেই  মুখ্যমন্ত্রী  হিসেবে বেছে নেওয়া হচ্ছে

মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী  হতে  চলেছেন কমলনাথ: সূত্র
নিউ দিল্লি:

মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী  হতে  চলেছেন কমলনাথ। দীর্ঘ দিনের  সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথকেই  মুখ্যমন্ত্রী  হিসেবে বেছে নেওয়া হচ্ছে ।  এই পদের অন্যতম  দাবিদার  জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হবেন উপ মুখ্যমন্ত্রী। দলীয় সূত্র মারফৎ এমন খবরই জানয়া গিয়েছে।  মধ্যপ্রদেশে বিএসপির সমর্থন নিয়ে কংগ্রেস সরকার গড়ছে। আর সেখানে অভিজ্ঞ কমলনাথের উপরেই ভরসা রাখছে কংগ্রেস হাইকমান্ড।

তাঁদের এত বিপুল জয়ে মমতা নীরব কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস নেতারা

রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কারা হবেন তা ঠিক হয়ে যাবে আজ। দুটি রাজ্যেই কংগ্রেসের জয়ী  প্রার্থীরা  নিজেদের  মধ্যে  দীর্ঘ আলোচনা  করেছেন বুধবার।  তবে  চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি  রাহুল গান্ধি।  আর নেতা বেছে নিতে এক  অভিনব পদ্ধতির সাহায্য  নিচ্ছেন রাহুল। এই দুই রাজ্য এবং ছত্তিশগড়ের কংগ্রেস কর্মীদের কাছে অডিও বার্তা পাঠিয়েছেন রাহুল। তাতে নিজেদের পছন্দের নেতার নাম জানাতে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে  গোটা  বিষয়টিই  গোপন রাখা হবে। মধ্যপ্রদেশ এবং  রাজস্থান দুটি রাজ্যেই মুখ্যমন্ত্রী  পদের একাধিক দাবিদার আছেন আর এই পরিস্থিতি সামাল দেওয়াই কংগ্রেস হাইকমান্ডের কাছে  সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রথযাত্রা' হবে কি হবে না, তা নিয়ে আজ বৈঠকে বিজেপি ও রাজ্য সরকার

রাজস্থানে কংগ্রেসের দুই নেতা  সচিন পাইলট এবং অশোক গৌহলতের মধ্যে বিভাজন স্পষ্ট। তবে  ফল প্রকাশিত হওয়ার আগে ও পরে দু'জনকে একসঙ্গে  দেখা  গিয়েছে। রাজস্থানের নতুন বিধায়কদের মধ্যে অনেকেই সচিনের পক্ষে। দিল্লি থেকে উড়ে এসে দুই নেতাই  ৯৯ জন বিধায়কের সঙ্গে কথা  বলেছেন। সচিন মুখ্যমন্ত্রী হলে রাজস্থানে রেকর্ড হবে। এর আগে  মাত্র ৪০ বছর বয়সে কেউ মুখ্যমন্ত্রী হননি। অন্যদিকে আগে  দু'বার মুখ্যমন্ত্রী ছিলেন অশোক। তাঁর  অভিজ্ঞতা তাঁকে এগিয়ে  রাখছে।


 

দেখুন ভিডিও:

.