This Article is From Oct 30, 2018

নিরাপত্তাজনিত কারণেই সংস্কার করতে হয়েছে প্রেসিডেন্সির ভবনটিঃ উপাচার্য

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া মঙ্গলবার জানালেন বিশ্ববিদ্যালয়ের 144 বছরের পুরনো গেটটি বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিরাপত্তাজনিত কারণে।

নিরাপত্তাজনিত কারণেই সংস্কার করতে হয়েছে প্রেসিডেন্সির ভবনটিঃ উপাচার্য

144 বছরের পুরনো গেটটি বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিরাপত্তাজনিত কারণে

কলকাতা:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া মঙ্গলবার জানালেন বিশ্ববিদ্যালয়ের 144 বছরের পুরনো গেটটি বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিরাপত্তাজনিত কারণে। এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই ইতিমধ্যেই সরব হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, এর ফলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আবেগটি ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, আটবছর আগে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়া প্রেসিডেন্সির ঐতিহ্যমণ্ডিত গেটটি বদলানো হয়েছিল 2016 সালের ডিসেম্বরে।

একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পুরনো গেট বদলে নতুন গেট তৈরি করার সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল, তা মোটেই বাস্তবসম্মত ছিল না। যদিও যাঁরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই দাবিতে গেটটি বদলানোর বিরোধিতা করেছিলেন, আমরা তাঁদের আবেগটিকে বুঝতে পারি"।

 

তিনি আরও বলেন, শতবর্ষ পেরিয়ে যাওয়া ঐতিহাসিক বেকার বিল্ডিং থেকে শুরু করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক অংশকে তাদের সঙ্গে জড়িত মূল আবেগটি বজায় রেখেই নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে তহবিলের যোগান দিয়েছে রাজ্য সরকার। 

 

" বিশ্ববিদ্যালয়ের আমূল সংস্করণটি আমরা ভবনটির ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখেই সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি", জানান অনুরাধা লোহিয়া।

.