This Article is From Oct 13, 2018

ক্যাশিয়ারকে গুলি করে ব্যাঙ্ক লুঠ! দেখুন ভয়ানক সেই সিসিটিভি ফুটেজ

পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তরা মোটরসাইকেলে চেপে ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায়। তদন্ত চালাচ্ছে পুলিশ।

ক্যাশিয়ারকে গুলি করে ব্যাঙ্ক লুঠ! দেখুন ভয়ানক সেই সিসিটিভি ফুটেজ

CCTV ফুটেজে সাফ দেখা যাচ্ছে কীভাবে লুঠ চালায় ডাকাতেরা

নিউ দিল্লি:

দিল্লির দ্বারকা এলাকায় ব্যাঙ্কে ঢুকে ক্যাশিয়ারের উপর গুলি চালিয়ে হত্যা করে লুঠ চালালো দুষ্কৃতীরা। শুক্রবার কিছু অজানা লোক ওই ব্যাঙ্কের মধ্যে প্রবেশ করে দেদার লুঠপাট চালায়, ক্যাশিয়ার ঘটনাস্থলেই মারা যান আরও তিন ব্যক্তি আহত হন। এই ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে ডাকাতি চালায় ওই দুষ্কৃতীরা। ব্যাঙ্ক থেকে দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ওই ডাকাতেরা। পুলিশ সূত্রে খবর, ওই দিন বেলা 3.45 নাগাদ খেরা গ্রামের কর্পোরেশন ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতির খবর পান তাঁরা। 


दिल्ली में बैंक कैशियर की गोली मारकर हत्या, दो लाख रुपये लूटे

(কর্পোরেশন ব্যাঙ্কে ডাকাতির ঘটনা)

পুলিশ জানিয়েছে যে ছয়জন লোক মুখে কাপড় ডাকা অবস্থায় ব্যাঙ্কে ঢোকে ডাকাতির উদ্দেশ্যে। তাঁরা ক্যাশিয়ার সন্তোষ কুমারকে লক্ষ্য করে গুলি চালায়। সন্তষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তরা মোটরসাইকেলে চেপে ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায়। তদন্ত চালাচ্ছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে বিশেষ একটি দলও তৈরি করেছে পুলিশ।

.