This Article is From Nov 14, 2018

দ্বন্দ্ব মিটল, রাজস্থানের নির্বাচনে একইসঙ্গে লড়বেন অশোক গহলৌত ও শচীন পাইলট

আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচনে অশোক গহলৌত এবং শচীন পাইলট দুজনেই লড়াই করবেন।

দিল্লিতে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন দুই হেভিওয়েট নেতা

নিউ দিল্লি:

আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচনে অশোক গহলৌত এবং শচীন পাইলট দুজনেই লড়াই করবেন। কংগ্রেসের ভিতরে অন্তর্দ্বন্দ্বের খবরে যখন হাওয়া বেশ গরম, ঠিক তেমন এক সময়েই এই দুই কংগ্রেস নেতা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণাটি করলেন। শচীন পাইলটকে পাশে নিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমি এবং শচীন পাইলট দুজনেই এই নির্বাচনে লড়াই করব"। শচীন পাইলট যোগ করেন, " কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে ও অশোক গহলৌতজির অনুরোধে আমি বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি"। 

এই দুই হেভিওয়েট নেতার মধ্যে নির্বাচনে কে দাঁড়াবেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। দুজনকেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থীপদের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। যার ফলে বিজেপি-শাসিত রাজস্থানে বহুদিন বাদে ফের শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলটির ক্ষমতায় আসার সম্ভাবনাও তৈরি হচ্ছে বলে মনে করছিল কেউ কেউ। 

বিতর্ক আপাতত শেষ। দাঁড়াবেন দুজনেই। যদিও, দলের মধ্যেই কেউ কেউ দুজনের একইসঙ্গে ভোটে দাঁড়ানো নিয়ে কিছুটা অনিচ্ছুক ছিলেন বলে জানা গিয়েছে। যদি তাঁরা দুজনেই জিতে যান এবং তাঁদের সঙ্গেই বিধানসভা নির্বাচনে জিতে যায় কংগ্রেস, তাহলে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে যে কিঞ্চিৎ জলঘোলা হতে পারে, তাও মনে করছেন দলের কোনও কোনও নেতা।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১১ ডিসেম্বর।

.