This Article is From Jan 23, 2020

Exclusice Pics: ফ্যাশনের ঢেউ তুলে শহরে জাহ্নবী-অর্জুন কাপুর

অর্জুন-জাহ্নবীর উপস্থিতি নিমেষে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে কলকাতার। ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২০-য় ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে সেজেছিলেন তাঁরা।

Exclusice Pics: ফ্যাশনের ঢেউ তুলে শহরে জাহ্নবী-অর্জুন কাপুর

শহরে জাহ্নবী কাপুর

হাইলাইটস

  • জাহ্নবী কাপুর-অর্জুন কাপুর শো স্টপার Belder's Pride Fashion 2020-র
  • তাঁরা সাজেন ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে
  • ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল জাহ্নবীর

কলকাতায় ঝটিকা সফর বলিউডের Janhavi Kapoor, অর্জুন কাপুরের। পরিচালক-প্রযোজক বনি কাপুরের দুই স্ত্রী-র দুই সন্তান একসঙ্গে শো স্টপার ছিলেন Bleders Pride Fashion 2020-র। তাঁদের উপস্থিতি তাই নিমেষে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে শহর কলকাতার। ডিজাইনার Anamika Khannaর পোশাকে সেজেছিলেন তাঁরা।

নিওনে Katrina, সাজে অনন্যা

দেখুন ছবি

8lk848fg

পর্দায় অভিনয়ে ঝড় তোলার পাশাপাশি Arjun Kapoor ব্যক্তিগত জীবন নিয়েও সারাক্ষণই খবরে। 

3psfvr2

দুবাইয়ে শ্রীদেবীর আকস্মিক মৃত্যু পারস্পরিক দ্বন্দ্ব মুছে এক করে দিয়েছে বনি কাপুরের চার ছেলেমেয়ে অর্জুন-অনুশুলা-জাহ্নবী-খুশি কাপুরকে। বাড়িতে চারমাথা এক হলে নরক গুলজার। সম্ভবত এই প্রথম কোনও ফ্যাশন ট্যুরে অংশ নিলেন ভাইবোন। তাও কলকাতার বুকে।

dodhd3u

ফ্যাশন নিয়ে পড়াশোনার ইচ্ছে ছিল জাহ্নবীর। তাই ফ্যাশনের খুঁটিনাটি তাঁর নখদর্পনে। অনামিকা খান্নার পোশাক ব্যক্তিগত ভাবে তাঁর পছন্দের। জাহ্নবীর কথায়, ভারতীয় পোশাকের আভিজাত্য, সনাতনী ঐতিহ্য ধরে রেখে তাকে সমসাময়িক করে তুলতে অনামিকার জুড়ি নেই। সম্প্রতি, ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ঘোস্ট স্টোরিজ। পাইপলাইনে একের পর এক ছবি রাজকুমার রাও-য়ের সঙ্গে হরর কমেডি 'রুহ আফজা', গুঞ্জন সাক্সেনার বায়োপিক, 'দোস্তানা ২', করণ জোহরের 'তখত'।

5mqdeoj8

মুম্বইয়ের জনপ্রিয় ডিজাইনার অনামিকা খান্না। যাঁর খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও। তাঁরই তৈরি পোশাকে এদিনের ফ্যাশন ট্যুর মাতান অর্জুন-জাহ্নবী কাপুর।

.