ঘোসি কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভর (ফাইল চিত্র)
হাইলাইটস
- উত্তরপ্রদেশের ঘোসি লোকসভা কেন্দ্রে জয়ী হন হরি নারায়ণ রাজভর
- রামচন্দ্রের জন্য বাড়ির প্রয়োজন বলে দাবি তাঁর
- প্রধানমন্ত্রী আবাস যোজনায় রামচন্দ্রের বাড়ি প্রয়োজন বলে দাবি তাঁর
নিউ দিল্লি: রামচন্দ্রের জন্য বাড়ির অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের। তাঁর দাবি, গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রামচন্দ্রের জন্য বাড়ির অনুমোদন চেয়ে আবেদন করেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরি নারায়ণ রাজভর। ইতিমধ্যেই অযোধ্যার জেলাশাসকের কাছে আবেদনও করেছেন তিনি। চিঠিতে জেলাশাসককে তিনি লিখেছেন, "এই আবহাওয়ায় রামলালার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ির অনুমোদন প্রয়োজন"। মসজিদ ধ্বংসের পর তার পাশে একটি অস্থায়ী মন্দিরে প্রার্থনা করেন ভক্তরা।
The Accidental Prime Minister: মনমোহনের ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক, সতর্ক করলেন কংগ্রেস নেতা,চিত্তাকর্ষক দাবি বিজেপির
ঘোসি কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভর। 2014 লোকসভা নির্বাচনে বিএসপি প্রার্থীকে হারিয়ে সেই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন তিনি। জানুয়ারিতে অযোধ্যা মামলার শুনানি। যেহেতু মন্দির নির্মাণটি সরকারের প্রধান্যে রয়েছে, এবং মামলাটি আদালতে বিচারাধীন, সেই কারণে অধ্যাদেশ আনা হবে না।