This Article is From Oct 10, 2019

Viral Video: বিপাশার সিঁথিতে সিঁদুর দিতে গিয়ে কি ভুল করলেন স্বামী করণ!

বিপাশা বসু (Bipasha Basu) ও তার স্বামী করণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে

Viral Video: বিপাশার সিঁথিতে সিঁদুর দিতে গিয়ে কি ভুল করলেন স্বামী করণ!

বিপাশা বসুর (Bipasha Basu) ভাইরাল ভিডিও

হাইলাইটস

  • বিপাশা বসুর ভাইরাল ভিডিও
  • বিপাশা বসুকে দীর্ঘ চার বছর বাদে বড়ো পর্দায় দেখা যাবে
  • ভিডিওটি বিপাশা নিজে তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন
নিউ দিল্লি:

সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো, এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের সাথে সাথে সেলেবদের উন্মাদনাও কম ছিল না। পুজোর অঞ্জলি থেকে সিঁদুর খেলা প্রায় প্রতিটা বিষয় নিয়েই মেতে ছিল বলি পাড়ার সেলেবরা। তারই মধ্যে বিপাশা বসু (Bipasha Basu) ও তার স্বামী করণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে যায়। সিঁদুর খেলার এই ভিডিওটি বিপাশা নিজের তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওতে, করণকে তার মাথায় সিঁদুর দিতে দেখা যাচ্ছে। দুর্গাপুজোর দশমীতে সিঁদুর খেলা বাঙালিদের পুজোর অন্যতম অঙ্গ।  সোশ্যাল মিডিয়াতে বিপাশার শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।  

মুখোপাধ্যায় বাড়ির দেবীবরণ, সিঁদুর খেলায় মাতলেন কাজল-রানি-করণ

বিপাশা ও করণের ভাইরাল ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন, করণ বিপাশার সিঁথিতে উল্টো করে সিঁদুর পরাচ্ছিলেন, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি করণের হাত ধরে তার ভুলটা শুধরে দেয়। এই ভিডিওতে বিপাশাকেও করণের গালে সিঁদুর লাগাতে দেখা যায়। বিপাশার এই ভাইরাল ভিডিওটি ৪ লক্ষ ৭২ হাজারের বেশিবার দেখা হয়েছে।  

প্রসঙ্গত, বিপাশা বসুকে দীর্ঘ চার বছর বাদে বড়ো পর্দায় দেখা যাবে। 'আদত' সিনেমাতে তার স্বামী করণকেও দেখা যাবে।  ২০১৫ সালে 'অলোন'-এ শেষবারের মতো দেখা গেছিল বিপাশাকে।  ভূষণ পটেলের নির্দেশনায় তৈরী 'আদত' একটি রোমান্টিক থ্রিলার।  এই সিনেমাতে বিপাশা ও করণ ছাড়াও প্রাক্তন মিস ইন্ডিয়া নতাশা সুরি এবং 'বিগ বস'-এর প্রতিযোগী সোনালী রাওতকে দেখা যাবে।  এই সিনেমার নির্মাতা হলেন হায়ক মিকা সিংহ। 

.