This Article is From Oct 16, 2019

কলকাতার ট্রামের আধুনিকীকরণে উৎসাহী বেলারুস

সীতারাম শর্মা বলেছেন, বেলারুসের ফার্মগুলি ইলেকট্রিক যানবাহন ও ট্রলিবাসের নির্মাণ ও সরবরাহের ব্যাপারেও উৎসাহ দেখিয়েছে।

কলকাতার ট্রামের আধুনিকীকরণে উৎসাহী বেলারুস

পূর্ব ইউরোপের ওই দেশ থেকে একটি দল কলকাতায় আসবে এখানকার ট্রামের নিরীক্ষণ করে প্রযুক্তিগত ও প্রয়োগগত আধুনিকীকরণের জন্য কী কী প্রয়োজন তা বুঝতে।

কলকাতা:

কলকাতার ট্রামের (Calcutta Tramways) আধুনিকীকরণে উৎসাহ প্রকাশ করেছে বেলারুস (Belarus)। এর পাশাপাশি ভারতে বাস ও ডাম্পার ট্রাক রফতানি করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে তারা। ‘ভারত চেম্বার অফ কমার্স'-এর সভাপতি সীতারাম শর্মা জানিয়েছেন, পূর্ব ইউরোপের ওই দেশ থেকে একটি দল কলকাতায় আসবে এখানকার ট্রামের নিরীক্ষণ করে প্রযুক্তিগত ও প্রয়োগগত আধুনিকীকরণের জন্য কী কী প্রয়োজন তা বুঝতে। বেলারুসের ভারতীয় রাষ্ট্রদূত আন্দ্রেই রেহেউসকি জানিয়েছেন, বেলারুসের ফার্ম ‘বেলাজ' ডাম্পার ট্রাকের সরবরাহের বিষয়ে একটি চুক্তি করবে ‘কোল ইন্ডিয়া'র সঙ্গে। তিনি জানিয়েছেন, বেলারুসে রফতানি-যোগ্য যন্ত্রপাতি, বাণিজ্যিক গাড়ি, ইলেকট্রিক বাস, ডাম্পার ট্রাক, কৃষি যন্ত্র ইত্যাদির উৎপাদন শিল্প রয়েছে।

বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাতেওঃআবহাওয়া দফতর

সীতারাম শর্মা বলেছেন, বেলারুসের ফার্মগুলি ইলেকট্রিক যানবাহন ও ট্রলিবাসের নির্মাণ ও সরবরাহের ব্যাপারেও উৎসাহ দেখিয়েছে।

তিনি বলেন, ‘‘বেলারুসে নির্মিত ট্রলিবাসগুলি ভারতীয় রাস্তায় চলার উপযোগী করে বানানো এবং দ্রুত চার্জ দেওয়া যায়।''

.