This Article is From Aug 16, 2018

এক অসাধারণ প্রার্থনা:"আবার শুনতে চাই তাঁর ভাষণ''

11 জুন থেকে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন

এক অসাধারণ প্রার্থনা:

সাংবাদিকদের সাথে কথা বলার সময় কান্তি মিশ্র খুবই ভেঙে পড়েছিলেন

হাইলাইটস

  • অটল বিহারীর শারীরিক অবস্থা খুবই আশঙ্কা জনক
  • গত 11জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি
  • AIIMS-এর পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর অবস্থা খুবই আশঙ্কা জনক
নিউ দিল্লি:

ভারতীয় রাজনীতির অজাত শত্রু, শ্রী অটল বিহারি বাজপেয়ির অবস্থা খুবই আশঙ্কা জনক, গত রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, সারা ভারতের বহু সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁর আরোগ্য কামনা করে চলেছে। এরই মধ্যে তাঁর আরোগ্য কামনা করে তাঁরই এক আত্মীয়া অসাধারণ এক বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন, ''আমি পুনরায় তাঁর ভাষণ শুনতে চাই।''

11 ই জুন থেকে কিডনির সমস্যার জন্য বাজপেয়ী AIIMS -এ ভর্তি আছেন, সেই সাথে তাঁর বুকেও সংক্রমণের সমস্যা আছে। আজ সকালে AIIMS -এর পক্ষ থেকে জানানো হয়েছিল, "প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শারীরিক অবস্থা এখনও আশঙ্কা জনক।''

hj8l3s7c

তিনবার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন অটল বিহারি বাজপেয়ী (ফাইল)

বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ভাবে তাঁর দুরারোগ্য কামনা করছে, অনেকের চোখেই দেখা যাচ্ছে জলের ধারা।সাংবাদিকদের সাথে কথা বলার সময় কান্তি মিশ্র খুবই ভেঙে পড়েছিলেন, আবেগ প্রবন হয়ে তিনি বলেন,  ''আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যাতে, পুনরায় তাঁর ভাষণ শুনতে পাই, আমি বা আমার পরিবারের লোকেরা কোনো দিনই তাঁকে ভুলতে পারবে না। আসা করছি তিনি শীঘ্রই সুষ্ঠ হয়ে উঠবেন।''

.