Asia Cup: হংকংকে হারালেই সুপার ফোরে ওঠা নিশ্চিত হবে ভারত-পাকিস্তানের
2007 এর স্মৃতি আপনি কি ভুলে গিয়ে ছিলেন? অথবা আপনি কি খুব চিন্তাহীনভাবে ঘুমিয়ে ভারত পাক ম্যাচ নিয়ে চিন্তা করছিলেন কিংবা জানতেনও কি যে আজ ভারত হং কংকে বধ করার লক্ষ্যে দুবাইয়ের খালি মাঠে নামছে? যদি এই সব কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য। জানিয়ে রাখা ভালো ভারত আজকে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাত্র 26 রানে হং কংকে পরাস্ত করে আজই(ভারতীয় সময়কাল অনুযায়ী) পাকিস্তানের বিরুদ্ধে নামছে। তবে প্রশ্ন হলো ঠিক কিভাবে আজ তারা রাতে ঘুমোবে সেটাই প্রশ্ন। কারণ ভারত পাকের মতো হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় বোলিংয়ের নগ্ন রূপ প্রায় তুলে ধরে দিলো আজ হং কং নামক এক কিশোর দল।
পাকিস্তান ম্যাচে নামার আগে ভারতীয় ব্যাটিং মন ভরাতে পারল না। শিখর ধাওয়ানের দুরন্ত সেঞ্চুরির পরেও মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে বড় রান করতে পারল না রোহিত শর্মার দল। হংকংয়ের দুর্বল বোলিং আক্রমণকে পেয়েও ভারত নির্ধারিত 50 ওভারে করল 285 রান। রোহিত শর্মা (23) , ধোনি (0)-রা রান পেলেন না। তবে এশিয়া কাপের ম্যাচে শিখর ধাওয়ান ঝকঝকে সেঞ্চুরি করলেন। ইংল্যান্ড সফরের ব্যর্থতা ঝেড়ে ধাওয়ান করলেন তাঁর ওয়ানডে কেরিয়ারের 14তম ওয়ানডে সেঞ্চুরি। কাল, বুধবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখলেন দিল্লির বাঁ হাতি এই তারকা ওপেনার। ধাওয়ান যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ভারত আকশছোঁয়া রান করতে পারে। তবে ধাওয়ান ফিরতেই, ভারতের ইনিংসে কম্পন ধরে। ধোনি শূন্য রানে আউট হন। শেষ 10 ওভারে ভারত মাত্র 48 রান করে।
এশিয়া কাপের প্রথম ম্য়াচে নেমেই ঝকঝকে সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। মঙ্গলবার দুবাইয়ে হংকংয়ের দুর্বল বোলিং আক্রমণের সুযোগের সঠিক ব্যবহার করে ধাওয়ান করলেন 120 বলে 127 রান। ইংল্য়ান্ডে টেস্ট সিরিজজের ব্যর্থতা ঝেড়ে ধাওয়ান আজ ওয়ানডে-তে তাঁর 14তম সেঞ্চুরিটা পূর্ণ করলেন। পাকিস্তান ম্য়াচের আগের দিন সেঞ্চুরি কর আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন ধাওয়ান। রোহিত শর্মা ব্যক্তিগত 23 রানে আউট হওয়ার পর, তিনে নামা আম্বাতি রায়াড়ুকে নিয়ে দারুণ খেলছিলেন ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ধাওয়ান-রায়াডু রানের পার্টনারশিপ গড়েন। 116 রানের পার্টনারশিপ করেন ধাওয়ান-রায়াডু। প্রায় দু বছর পর জাতীয় দলের জার্সিতে ব্যাট করতে নেমে রায়াডু করেন 60 রান। মনীশ পান্ডেকে না খেলিয়ে দীনেশ কার্তিককে এতদিন সুযোগ দেওয়া হয়। কার্তিক 38 বলে 33 রানের তুলনামূলক ধীর ইনিংস খেলেন। তবে ভারতের কাছে সবচেয়ে হতাশার ধোনি কোনও রান না করেই শূন্য রানে আউট হন। 2 উইকেটে 240 থেকে ভারত তাদের শেষ তিনটি উইকেট হারিয়েছে 8 রানেের মধ্য়ে। ধাওয়ান আউট হওয়ার পর থেকে ধস নামায় ভারতের রানটা আকাশছোঁয়া হবে না।
জশপ্রীত বুমরা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়াকে দলেই রাখলেন না অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে দলগঠনে চমক। রাজস্থানের 20 বছরের বাঁ হাতি পেসার খলিল আহমেদকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ করে দিলেন রোহিত শর্মা। মিডল অর্ডারে আম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদবকে ঠাঁই দিলেন। মনীশ পান্ডেকে দল রাখলেন না। দুবাইয়ে এই ম্যাচে স্পেশালিস্ট পাঁচ বোলার নিয়ে নামল ভারত। তিন পেসার হিসেবে ভুবনেশ্বর কুমারের সঙ্গে আছেন শার্দুল ঠাকুর, খলিল আহমেদ। দুই স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব, যুগেন্দ্র চাহাল। প্রথমে ব্য়াট করতে নামবে ভারত। ওপেন করতে নামবেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান।
ভারতের প্রথম একাদশ-
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রায়াড়ু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, যুগেন্দ্র চাহাল, খলিল আহমেদ।
সুপার ফোরে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। সুপার ফোর রাউন্ডে পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। আগামিকাল, রোহিতরা হংকংকে হারালেই তাই আরও একটা ভারত-পাক ম্যাচ নিশ্চিত হবে। সেক্ষেত্রে 23 সেপ্টেম্বর, রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেদিনের ম্যাচটা কিন্তু বুধবারের মত গুরুত্বহীন হবে না। কারণ সেই ভারত-পাক ম্যাচের ফলের ওপর ফাইনালে ওঠা নির্ভর করবে।
এশিয়া কাপ 2018: রীতিমতো লড়াই করে ভারত হং কং-কে 26 রানে পরাজিত করলো