Asia Cup 2018: এশিয়া কাপে গ্রুপ-র শেষ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান
India vs Pakistan, Asia Cup Live Score: বুধবার এশিয়া কাপে মহারণে দারুণ জয় ভারতের। দুবাইয়ে পাকিস্তানকে মাত্র 162 রানে অল আউট করে, 2 উইকেট হারিয়ে 126 বল বাকি থাকতে রোহিত শর্মারা অনায়াসে জিতলেন। মাত্র 15 রান দিয়ে তিন উইকেটের অনবদ্য স্পেল করে ম্যাচের নায়ক ভুবনেশ্বর কুমার। যে ভুবি ইংল্যান্ডে টেস্ট সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। চোট সারিয়ে গতকাল হংকংয়ের বিরুদ্ধে কামব্যাকটা একেবারই ভাল হয়নি ভুবির। 9 ওভার বল করে 50 রান দিয়ে কোনও উইকেট কাল ব্রুস লি, জ্যাকি চ্যানের -র দেশের বিরুদ্ধে কোনও উইকেট নেননি।
কেদার যাদবও বল করতেন জানা ছিল না অনেক পাকিস্তানীর। আরামসে কেদারকে খেলে ফাটল রোখা যাবে। কিন্তু না, সবাই যা ভুল করেছে, সেটা পাকিস্তানও করল। কেদার যাদবকে আরামসে খেলতে গিয়ে বিপদ ডেকে আনল পাকিস্তান। কেদার যাদব তিন উইকেট নিয়ে পাকিস্তানকে বিপদে ফেললেন। কেদার আউট করেন সরফরাজ খান, শাদব খান, আসিফ আলিকে। হার্দিক পান্ডিয়া বল করাকালীন চোট পেয়ে স্টেচারে মাঠ ছাড়ার পর কেদার যাদব আক্রমণে এসে জাদু দেখান।
হংকংয়ের বিরুদ্ধে ঘা খেয়ে ঘুরে দাঁড়ালেন ভুবনেশ্বর কুমার। গতকাল হংকংয়ের বিরুদ্ধে প্রথম উইকেটটা পেতে ভারতীয় বোলারদের লেগে গিয়েছিল 34টা ওভার। গতকাল 9 ওভার বল করে চোট সারিয়ে ফেরা ভুবনেশ্বর কুমার কোনও উইকেট পাননি । কিন্তু মঙ্গলবারের ব্যর্থতা ঝেড়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বল নেমে আগুন ঝরাচ্ছেন ভুবনেশ্বর কুমার। নিজের দ্বিতীয় ওভারে ভুবি আউট করেন ইনজামমের ভাইপো ইমাম উল হককে (2)। এরপর ভুবি আউট করেন ফকর জামানকে। যে ফকর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করে ভারতকে হারিয়েছিলেন। ফকর আউট হন ব্যক্তিগত শূন্য রানে। মাত্র 3 রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পাকিস্তান।
দলের স্কোর সবে 110 । অথচ দলের সেরা ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ঘোর বিপাকে পাকিস্তান। বুধবার দুবাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের অবস্থা ভাল নয়। মাত্র তিন রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারানোর পর লড়ছিলেন বাবর আজম- শোয়েব মালিক। কিন্তু শোয়েবের সঙ্গে তৃতীয় উইকেটে 87 রান যোগ করার পর বাবর আজম হয়ে যান কুলদীপ যাদবের বলে। তারপর কেদার যাদবের বলে আউট পাক অধিনায়ক সরফরাজ আহমেদ (6)। দলের স্কোর যখন ঠিক 100 রান, তখন রায়াড়ুর সরাসরি থ্রোয়ে আউট হন শোয়েব (43)।
দেখুন লাইভ আপডেটস
দীনেশ কার্তিক আর আম্বাতি রাইডু দুই জনই 31 রানে অপরাজিত
রোহিত আর ধাওয়ানের ইনিংস আজ ভারতের জয়ের এক বড় কারিগর
মাত্র 29 ওভারে 163 রান করে ফেললো টিম ইন্ডিয়া
আর মাত্র 14 রান দরকার জয়ের জন্য
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় মাঝে এখন শুধুই অপেক্ষা সময়ের। প্রয়োজন মাত্ৰ 25 রান
এবার ফাহিমকে 4 মারলেন আম্বাতি রাইডু
19 ওভারের শেষে ভারতের রান 118/2
18 ওভারের শেষে ভারতের রান 114/2
18 ওভারের শেষে ভারতের রান 114/2
দীনেশ কার্তিক এসেই বল পাঠালেন মাঠের ওপারে! ফাকার জামানকে মারলেন 6
ব্যাটিং করতে এলেন দীনেশ কার্তিক
আউট! শিখর ধাওয়ান 46 রানে ফাহিম আশরাফের বলে ক্যাচ দিলেন বাবর আজমকে
অসাধারণ ফর্মে শিখর ধাওয়ান! আবার মারলেন একটি চার
16 ওভারের শেষে ভারতের 100 রান পূর্ণ
ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র 65 রান
হাসান আলীর বল আবার বাউন্ডারির ওপারে পাঠালেন ধাওয়ান! আরেকটা ৪
14 ওভারের শেষে ভারতের রান 92/1
14 ওভারের শেষে ভারতের রান 92/1
পাকিস্তানের স্পিন আক্রমণ এখন ভারত কিভাবে সামলায় এখন সেটাই দেখার
বোল্ড! শাদাব আলীর প্রথম ওভারের প্রথম বলেই পরাস্ত হয়ে 52 রানে ফিরে গেলেন রোহিত শর্মা
13 ওভারের শেষে ভারতের রান 86/0
চার মেরে অর্ধশতরান পূর্ণ করলেন রোহিত শর্মা
ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে রোহিত হাসান আলীকে মারলেন একটি অসাধারণ 6
12 ওভারের শেষে ভারতের রান 73/0
ধীরে ধীরে টিম ইন্ডিয়া ম্যাচ নিজের রাশে নিয়ে ফেলছে
ডিপ মিড উইকেটে ধাওয়ানের সুন্দর একটি চার উপহার
11 ওভারের শেষে ভারতের রান 68/0
9 ওভারের শেষে ভারতের রান 52/0
আবার চার মারলেন রোহিত ! এবার হাসান আলী বল গেলো সীমানার ওপারে
8.3 ওভারের শেষে ভারতের রান 47/0
এবার ফ্রি হিটকে 6 রানে রূপান্তরিত করলেন রোহিত! মাঠে পাকিস্তান বোলিংকে শাসন করছে রোহিত শর্মা
এবার ফ্রি হিটকে 6 রানে রূপান্তরিত করলেন রোহিত! মাঠে পাকিস্তান বোলিংকে শাসন করছে রোহিত শর্মা
আবার ফাইন লেগে উসমানের বল বাউন্ডারির ওপারে পাঠালেন রোহিত ! এবার চার রান
এবার ফাইন লেগে রোহিত শর্মার ছয় হজম করতে হলো উসমান খানকে
ডিপ এক্সট্রা কভার দিয়ে আরেকটা চোখ ধাঁধানো চার মারলেন রোহিত শর্মা
বেশ কিছুক্ষন পর আবার আমিরের ডেলিভারি থেকে একটা চার দর্শকদের উপহার দিলেন রোহিত শর্মা
6 ওভারের শেষে ভারতের রান 17/0
অল্প রানের এই ম্যাচে ভারতের কয়েকটা উইকেট খেলা আরো জমিয়ে দিতে পারে! আর সেই চেষ্টাতেই আছে পাকিস্তান
পাকিস্তানের তরফ থেকে উসমান আর আমির বেশ ভালোই শুরু করেছেন
এই মুহূর্তে ভারতের ব্যাটিং গড় 3
পাকিস্তানের বোলিং অ্যাটাক এই মুহূর্তে বেশ ভালো ভাবে ইন্ডিয়াকে বেঁধে রেখেছে
4 ওভারের শেষে ভারতের স্কোর 15/0
3 ওভারের শেষে ভারতের স্কোর 14/0
এবার মিড উইকেটে 3 রান. এবার রোহিত আর ধাওয়ান ঝড়ের গতিতে নিলেন তিনটি মূল্যবান রান
দারুন চার! আমিরের ডেলিভারিতে শিখর ধাওয়ানের চার সত্যিই দেখার মত
দ্বিতীয় ওভারের শেষে ভারতের রান 7/0
উসমানের বোলিংয়ে ভারতের প্রথম বাউন্ডারি এলো রোহিতের ব্যাট থেকে
ব্যাটিংয়ে নামলো টিম ইন্ডিয়া। প্রথম ওভার বোলিং করতে এলেন মোহাম্মদ আমির
43.1 ওভারে পাকিস্তানের গোটা ইনিংস গুটিয়ে গেলো
কুলদীপ যাদব পেলেন 1 উইকেট
জাসপ্রিত বুমরাহ পেলেন 2 উইকেট
ভুবনেশ্বর কুমার পেলেন 3 উইকেট
162 রানে পাকিস্তানের ইনিংসের পরিসমাপ্তি ঘটালো ভারত
পাকিস্তানের ইনিংসের সমাপ্তি ঘটালো জাসপ্রিত বুমরাহ! উসমান খানকে ক্লিন বোল্ড
43 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 162/9
পাকিস্তানের নবম উইকেটের পতন
আরও একটি (হাসান আলি) উইকেট পতন পাকিস্তানের
42 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 160/8
39 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 151/7
নিজের ফলো থ্রু তে ক্যাচ মিস চাহলের. পাকিস্তান 138/7 (36.0 Ovs)
35 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 134/7
আউট! কেদার যাদবের তৃতীয় শিকার হলো শাদাব খান! ধোনির দস্তানা থেকে সোজা স্ট্যাম্প আউট হয়ে ফিরলেন শাদাব খান 8(19
রিভিউ মিস হলো টিম ইন্ডিয়ার
আউট! কেদার যাদবের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে আসিফ আলী9(10
ছয়! আসিফ আলীর ব্যাট থেকে এলো এক দুরন্ত শট
রাইডুর দ্বারা দুর্দান্ত রান আউটে পাকিস্তান পুরো ব্যাকফুটে স্কোর এখন ১০০/৫
দুর্দান্ত ফিল্ডিং? সরাসরি থ্রোতে কি শোয়েব মালিক রান আউট
শোয়েব মালিকের সাথে ব্যাট করছেন আসিফ আলী
26 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 97/4
কেদার যাদবের বলে ব্যক্তিগত 6 রানে প্যাভিলিয়নে ফিরলেন সরফরাজ খান
মনীশ পান্ডে দুর্দান্ত ক্যাচ নিয়ে অধিনায়ক সাফরাজ খানকে ফেরালেন
আবার ক্যাচ মিস! শোয়েব মালিকের সহজ ক্যাচ মিস করলেন ভুবনেশ্বর কুমার
ব্যাটিং করতে এলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ খান
ব্যক্তিগত 47 রান করে পাভ্যালিয়নের পথে বাবর আজম
বোল্ড! কুলদীপের স্পিন ধরতেই পারলেন না বাবর আজম
21 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 85/2
পাকিস্তান ধীরে ধীরে ব্যাটিংকে খুব সহজ করে তুলছে
20 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 80/2
19 ওভারের শেষে পাকিস্তানের রান 76/2
হার্ডিকের ওভারের শেষ বলটি করলেন অম্বাতি রাইডু
স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো হার্দিককে
ভারতের কাছে এটা একটা বড় দুঃসংবাদ হতে পারে! কারণ এই টুর্নামেন্টে এমন কি পাকিস্তানের বিরুদ্ধে হার্ডিকের পারফর্মেন্স দেখার জন্য অপেক্ষায় গোটা ক্রিকেটপ্রেমী বিশ্ব
লোয়ার ব্যাকে চোট লেগে মাঠে আহত হার্দিক পান্ডেয়া
কাল শূন্য রানে আউটের পর ধোনির ক্যাচ মিস
ক্যাচ মিস, ধোনি উইকেটের পিছনে মিস করলেন সহজ ক্যাচ
14 ওভারের শেষে পাকিস্তানের রান 56/2
2010 সালে শেষবার পরপর দু দিন দুটো ওয়ানডে খেলেছিল টিম ইন্ডিয়া । 2010 এশিয়া কাপে মীরপুরে ভারত পরপর দুদিন খেলেছিল শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে। এবার দুবাইয়ে হংকংয়ের পর পাকিস্তানকে হারাতে পারবে কি ভারতীয় দল?
এশিয়া কাপে শোয়েব মালিকের তিনটি সেঞ্চুরি আছে। শোয়েবের তিনটি সেঞ্চুরির দুটোই ভারতের বিরুদ্ধে। 2004 এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে 143 রান করেন। তারপর ধোনিদের বিরুদ্ধে শোয়েব 125 রানের ইনিংস খেলেন 2008 এশিয়া কাপে।
ম্যাচের প্রথম ছয় আসলো শোয়েব মালিকের ব্যাট থেকে! চায়না ম্যান কুলদীপের বলে এই ছয় সত্যিই দেখার মতো
শোয়েব মালিক ব্যাট করছেন 18 রানে, আর বাবর ব্যাট করছেন 12 রানে
আবার চার মারলেন বাবর! 11 ওভারের শেষে পাকিস্তানের স্কোর 32/2
স্পিন আক্রমণে এবার ভারত! চাহল শুরু করলো তার প্রথম ওভার
দশ ওভারের শেষে পাকিস্তানের রান 25/2
এখন তাদের প্রয়োজন একটা পার্টনারশিপ
বাবর আর মালিক পরিস্তিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন
সাত ওভারের শেষে পাকিস্তানের রান 20/2
বাবরের ব্যাট থেকে এলো এবার দুইটি দুর্দান্ত চার