This Article is From Feb 27, 2020

রবিবার কলকাতায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে অমিত শাহ ও জেপি নাড্ডাকে

শহিদ মিনার চত্বরে এক জনসভায় তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের জাতীয় সচিব কৈলাস বিজয়বর্গীয়।

রবিবার কলকাতায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে অমিত শাহ ও জেপি নাড্ডাকে

রবিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হাইলাইটস

  • অমিত শাহ ও জেপি নাড্ডাকে সংবর্ধনা দেওয়া হবে কলকাতায়
  • রবিবার শহিদ মিনার চত্বরে এক জনসভায় থাকবেন দুই বিজেপি নেতা
  • অমিত শাহ এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতায় এসেছিলেন

আগামী ১ মার্চ কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে এক জনসভায় তাঁকে রাজ্য বিজেপির তরফে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বলে দলের এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন। অমিত শাহর পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকেও (JP Nadda) সংবর্ধনা দেওয়া হবে। সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ওই সংবর্ধনা দেওয়া হবে। শহিদ মিনার চত্বরে এক জনসভায় তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের জাতীয় সচিব কৈলাস বিজয়বর্গীয়।

কেন্দ্র ও দিল্লি সরকার দিল্লির হিংসার ‘নীরব দর্শক': কংগ্রেস

বিতর্কিত সিএএ-কে কেন্দ্র করে দেশজুড়ে বিপুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই আইন অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০১৪ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিম ন‌াগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

আইন অনুযায়ী, ওই শরণার্থীদের বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না এবং তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

গত বছরের ডিসেম্বর মাসে সংসদে ওই আইন পাস হয়ে যায়। কার্যকরী হয়েছে এবছরের ১০ জানুয়ারি থেকে। 
প্রসঙ্গত, অমিত শাহ এর আগে ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতায় এসেছিলেন। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.