This Article is From Feb 26, 2019

এয়ার স্ট্রাইকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানালেন এটি  একটি   প্রয়োজনীয়  পদক্ষেপ ছিল

এয়ার স্ট্রাইকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানালেন এটি  একটি   প্রয়োজনীয়  পদক্ষেপ ছিল। 

এয়ার স্ট্রাইকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানালেন এটি  একটি   প্রয়োজনীয়  পদক্ষেপ ছিল
নিউ দিল্লি:

আকাশ পথে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো জরুরি পদক্ষেপ ছিল বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকার মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ  পর্যায়ের  বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

 সূত্র থেকে  জানা  গিয়েছে  সীমান্ত  পেরিয়ে যে  স্ট্রাইক  হয়েছে তার  ব্যাপারে  বিস্তারিত  তথ্য দেওয়া  হয়েছে।

বৈঠকে মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী  নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মতো প্রবীণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিদেশ মন্ত্রী  সুষমা  স্বরাজও। জাতীয়  নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ছিলেন বৈঠকে।                           

 

.