This Article is From Jan 25, 2020

CAA: "পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া উচিত", বলল শিবসেনা

তবে রাজ ঠাকরেকে কটাক্ষ করে Shiv Sena বলে, সাভারকর এবং শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রচারিত হিন্দুত্ববাদী আদর্শ খেলার জিনিস নয়

CAA:

রাজ ঠাকরেকে হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ করেন শিবসেনা প্রধান Uddhav Thackeray

হাইলাইটস

  • দেশ থেকে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বহিষ্কার করা হোক
  • জোর গলায় এই প্রস্তাব এবার দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
  • হিন্দুত্ববাদকে হাতিয়ার করে রাজ ঠাকরেকে আক্রমণ করলেন তিনি
মুম্বই:

এবার ঘুরিয়ে সংশোধিত নাগরিকত্ব আইনকেই (CAA) সমর্থন জানালো উদ্ধব ঠাকরের দল (Shiv Sena)। সম্প্রতি দেশ জোড়া সিএএ-বিরোধী বিক্ষোভের মধ্যেই (Anti-CAA Protest) মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বাংলাদেশি এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ নিয়ে মোদি সরকারের পদক্ষেপকে (Citizenship Amendment Act) সমর্থন করার ঘোষণা করেন। ওই ঘোষণার দু'দিন পরে শিবসেনাও শনিবার বলে যে. ওই দুই দেশ থেকে ভারতে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের দেশের বাইরে বের করে দেওয়া উচিত। তবে রাজ ঠাকরেকে হিন্দুত্ববাদ বিষয়ে কটাক্ষ করে শিবসেনা বলে, সাভারকর এবং শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রচারিত হিন্দুত্ববাদী আদর্শ বাচ্চাদের খেলার জিনিস নয়। দলের মুখপত্রে "সামনা"-র একটি সম্পাদকীয়তে শিবসেনার পক্ষ থেকে বলা হয়, হিন্দুত্ববাদ নিয়ে যখন তখন পাল্টি খাওয়া অত্যন্ত হাস্যকর। 

"পাকিস্তান ও বাংলাদেশ থেকে এ দেশে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এ নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এর জন্যে কোনও দল নিজেদের পতাকাকে পুরোপুরি বদলে আলাদা পতাকা তৈরি করছে, অন্য দলের পতাকার নিচে আশ্রয় নিচ্ছে এটা দেখে মজা লাগছে", বলে শিবসেনার মুখপত্র।

কেরল, পঞ্জাবের পর এবার রাজস্থানেও CAA বিরোধী প্রস্তাব পাস

"দ্বিতীয়ত, একটি দলের দুটো পতাকা থাকা আসলে দ্বিধাগ্রস্ত মনেরই পরিচায়ক। রাজ ঠাকরে শুধু মারাঠা ইস্যুতে ১৪ বছর আগে তাঁর দল প্রতিষ্ঠা করেছিলেন। তবে এখন তাঁরা হিন্দুত্ববাদের দিকে ঝুঁকছেন বলে মনে হচ্ছে।"

রাজ ঠাকরে বৃহস্পতিবার তাঁর দলের নতুন পতাকা উন্মোচন করেছেন যার রং গেরুয়া এবং পতাকাতে দেখা যাচ্ছে একজন ''রাজমুদ্রা'', যে চিহ্ন একসময় ব্যবহার করতেন স্বয়ং শিবাজি।

তবে নতুন পতাকা প্রকাশ উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখার সময়, রাজ ঠাকরে নিজের দলীয় কর্মীদের কাছে পরিষ্কার করে জানিয়ে দেন যে নির্বাচনের সময় ওই নতুন পতাকা ব্যবহার করা হবে না।

CAA: নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব

"সাভারকার ও বালাসাহেবের হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা বাচ্চাদের খেলা নয়। তবে হঠাৎ করে যাঁরা হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করে তাঁদেরও স্বাগত জানানোর মতো যথেষ্ট বড় হৃদয় আছে আমাদের। এমনকি আদর্শ যদি ধার করা হয় তাহলেও তা হিন্দুত্ববাদী তো বটেই। তাই আপনি যদি মনে করেন এই আদর্শকে সঙ্গে নিয়ে আপনি চলতে পারেন তবে আপনি এটা করতে পারেন", বলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দল।

বৃহস্পতিবার ভাষণ দেওয়ার সময় রাজ ঠাকরে সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি-কে সমর্থন করেন  এবং ঘোষণা করেন যে আগামী ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল বের করবে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা।

.