বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, এই কাণ্ডটি বিজেপির মস্তিষ্কপ্রসূত। (ফাইল চিত্র)
আগরতলা: সামান্য কথা কাটাকাটির জের। তার জন্য এক মহিলা সহ তিনজনকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করল এক আদিবাসী কিশোর। গুরুতর জখম হল আরও এক। ঘটনাটি রবিবার রাতে উত্তর ত্রিপুরায় ঘটেছে বলে জানায় পুলিশ। সংবাদসংস্থা আইএএনএস'কে ধলাই জেলার পুলিশ প্রধান সুদীপ্ত দাস বলেন, “খানিকক্ষণের ঝামেলার পর এক আদিবাসী নাবালক কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে তিনজনকে। ঘটনাটি রবিবার ঘটেছে মানিকপুর থানার অন্তর্গত পাইসেরাম কারবারি পাড়া গ্রামে। তিনি জানান, অভিযুক্তকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কিন্তু, সে জুভেনাইল বলে তার নাম জানায়নি পুলিশ। ওই তিন মৃতের নাম হেনাবতী ত্রিপুরা (৪৫), কেনাচন চাকমা (৬৮), সুবলকান্তি চাকমা (৪৫)।
আহত হয়েছেন প্রিয়লাল চাকমা। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এই ঘটনার গায়ে রাজনীতির রং লাগতেও খুব বেশি দেরি হয়নি। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, হত্যাকারী একজন বিজেপি সমর্থক। ভোটের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনা রাজ্যে অশান্তি করার জন্যই ইচ্ছাকৃতভাবে করিয়েছে বিজেপি।
যদিও, এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)