This Article is From Feb 06, 2019

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী

মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বলে অনুমান পুলিশের।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী

ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। (প্রতীকী)

জয়পুর:
চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন রাজস্থান পুলিশের এক কনস্টেবল। ঘটনাটি মঙ্গলবার ঘটে জয়পুরের কাছে ঝোটওয়ারা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে বলে অনুমান পুলিশের। পুলিশ লাইনের ওই কর্মীর নাম অজয় সিংহ চৌধুরী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এই সুইসাইড নোটও। সেখানে স্পষ্টভাবে যা লেখা রয়েছে হিন্দিতে, তার বাংলা করলে আসলে দাঁড়ায় ছ'টি দগদগে ও অতি পরিচিত শব্দ- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে, কেন তিনি এই চূড়ান্ত পদক্ষেপ নিলেন, তা নিয়ে সন্দিহান তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরাও। কেউই কিছু বুঝতে পারছেন না। প্রত্যেকেই ঘোর অন্ধকারে রয়েছেন।

তিনদিনের মাথায় ‘সত্যাগ্রহ' প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী

পুলিশ জানিয়েছে, তাঁর দেহটি ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কেন আত্মহত্যা করলেন তিনি, তা জানার জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখছে সব গুরুত্বপূর্ণ দিক।

.