This Article is From Dec 22, 2018

বাবা ও বাবার বন্ধু মিলে করল ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৭ বছরের নাবালিকা

নিজের সন্তানকে ধর্ষণ করা ব্যক্তির নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, ৩৪ ধারা ও পকসো আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

বাবা ও বাবার বন্ধু মিলে করল ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ১৭ বছরের নাবালিকা

এক মহিলা ও একটি শিশুসুরক্ষা সংগঠন ওই নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানায়।

রূপনগর, পাঞ্জাব:

নিজের বাবা ও বাবার বন্ধু মিলে দিনের পর দিন ধরে ধর্ষণ করত ১৭ বছরের নাবালিকাটিকে। তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল সে। গতকাল তার বাবা ও বাবার ওই বন্ধুর নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

দিল্লিতে তিন বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্তকে মারধর

ওই নাবালিকা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। রূপনগর থানার পুলিশকর্তা ভরত ভূষণ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান। পাঞ্জাবের রূপনগর জেলার একটি গ্রামে মেয়েটি তার বাবার সঙ্গেই থাকত।

দু'বছর ধরে বাবা-বন্ধুদের ধর্ষণের শিকার ছাত্রী, কেরলে গ্রেফতার পাঁচ অভিযুক্ত

ওই বাড়িতে থাকত তার বাবার এক বন্ধুও। তারা দুজন মিলে মেয়েটিকে দিনের পর দিন ধরে ধর্ষণ করত বলে জানা গিয়েছে। মেয়েটির অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পুলিশকে দেয় এক মহিলা ও শিশু অধিকার নিয়ে কাজ করা একটি স্থানীয় সংগঠন।

নিজের সন্তানকে ধর্ষণ করা ব্যক্তির নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, ৩৪ ধারা ও পকসো আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.