This Article is From Aug 19, 2018

বন্যা কবলিত কুর্গে উদ্ধার 2 মাসের শিশু, ভিডিও

শেষ 36 ঘণ্টায় কোডাগুতে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।

NDRF-এর এক আধিকারিক কুর্গ থেকে উদ্ধার করেন ওই শিশুকে।

তিরুবনন্তপুরম:

বন্যা বিপর্যস্ত কেরালা থেকে দুই মাসের এক শিশুকে উদ্ধার করল প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। আজ সকালে NDRF-এর এক আধিকারিক কুর্গ থেকে উদ্ধার করেন ওই শিশুকে। নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ওই শিশুকে উদ্ধারের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশাল সাইটে। হৃদয় কাঁপানো ভিডিওটি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকাজে হাত বাড়াতে উৎসাহিত করেছে অনেককে।

টানা বৃষ্টিতে কেরালায় প্রাণ হারিয়েছেন 324 জন। শেষ 36 ঘণ্টায় কোডাগুতে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। প্লাবিত ও ধস কবলিত এলাকায় উদ্ধার কাজে নেমেছে নৌসেনা, বায়ুসেনা ও সেনাবাহিনী।
 

aifjot5

 

রাস্তা ভেঙে বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে জল সরবরাহ, ক্ষতিগ্রস্ত  মোবাইল নেটওয়ার্কও। কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জলমগ্ন এলাকায় যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করে আনা হচ্ছে নৌকো ও হেলিকপ্টারে করে। সরবহার করা হচ্ছে খাদ্য ও পানীয়।

মাইশুরু, রামনগর, মান্ড্য, হাসান ও চামরাজনগর এলাকা থেকে চিকিৎসকদের পাঠানো হয়েছে কোডাগু জেলার বন্যা কবলিত এলাকায় সাহায্যের জন্যে।

.