This Article is From Mar 13, 2020

করোনা বিধ্বস্ত ইরান থেকে জয়সলমীরে নিয়ে আসা হচ্ছে ১২০ জন ভারতীয়কে

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, ১৫ মার্চ ইরান থেকে দেশে ফেরানো হবে আরও ২৫০ ভারতীয়কে, তাঁদের জয়সলমীরেই কোয়ারান্টাইন করে রাখা হবে

করোনা বিধ্বস্ত ইরান থেকে জয়সলমীরে নিয়ে আসা হচ্ছে ১২০ জন ভারতীয়কে

Iran: বিশ্বে যে সমস্ত দেশে করোনা ভাইরাস থাবা বসিয়েছে ইরান তাদের মধ্যে অন্যতম (ফাইল চিত্র))

হাইলাইটস

  • শুক্রবারই ইরান থেকে ফেরানো হচ্ছে বেশ কিছু ভারতীয়কে
  • করোনা বিধ্বস্ত ইরানে আটকে ছিলেন তাঁরা, এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরছেন তাঁরা
  • দেশে ফেরার পর তাঁদের জয়সলমীরে কোয়ারান্টাইন করে রাখা হবে বলে জানায় কেন্দ্র
জয়পুর:

আজই (শুক্রবার) ইরান (Iran) থেকে দেশে ফেরানো হচ্ছে সেদেশে আটকে পড়া বেশ কিছু ভারতীয়কে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, কমপক্ষে ১২০ জন ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে করোনা ভাইরাস (Coronavirus) প্রভাবিত ইরান থেকে সরিয়ে আনা হচ্ছে, শুক্রবার রাজস্থানের জয়সলমীরে পৌঁছাবেন তাঁরা। "দক্ষিণী কমান্ডের তত্ত্বাবধানে তৈরি ভারতীয় সেনা সংস্থায় তাঁদের কোয়ারান্টাইন করা হবে। রোগীদের (Coronavirus Pandemic) প্রাথমিক স্ক্রিনিংয়ের পরে সিভিল প্রশাসনের তদারকিতে তাঁদের পৃথকীকরণ করে রাখার জন্যে পাঠানো হবে", বলেন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র কর্ণেল সমিত ঘোষ। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আরও জানান যে, ১৫ মার্চ ইরান থেকে দেশে ফেরানো হবে আরও ২৫০ ভারতীয়কে, তাঁদেরও জয়সলমীরেই কোয়ারান্টাইন করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার। যাঁদের এই রোগে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাঁদের তৎক্ষণাৎ হোম কোয়ারান্টাইন বা ঘরের মধ্যে পৃথকীকরণ করে রাখা এবং মুখোশ ব্যবহারের জন্যে পরামর্শ দেওয়া হচ্ছে। সরকার জানিয়েছে: "যাঁদের ঘরের মধ্যে আলাদা করে রাখা হবে তাঁদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওই ঘরটিতে যেন যথেষ্ট আলো-বাতাস চলাচলের পরিস্থিতি থাকে। পাশাপাশি ঘরের সঙ্গেই শৌচাগারের ব্যবস্থা রাখতে হবে। ওই শৌচাগারটি যেন অন্যেরা ব্যবহার না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। যদি একান্তই পরিবারের অন্য সদস্যদের একই ঘরে থাকার প্রয়োজন হয়, তবে কমপক্ষে আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তির কাছ থেকে নূন্যতম এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে"।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক করোনা ভাইরাস আক্রান্ত (COVID-19)  রোগীদের আলাদা করে রাখার জন্যে আরও ৭টি পৃথকীকরণ কেন্দ্র তৈরি করেছে। করোনা আক্রান্ত যে সব দেশে ভারতীয় নাগরিকরা আটকে পড়েছেন, তাঁদের সেই সব দেশ থেকে ফিরিয়ে এনে প্রাথমিক ভাবে ওই সব কেন্দ্রগুলিতে রাখা হবে।

করোনা-আক্রান্ত বেড়ে ৭৩! ‘‘উদ্বেগের বিষয়'', জানালেন বিদেশমন্ত্রী

দেশের যে সাতটি কেন্দ্রে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আক্রান্ত রোগীদের পৃথকীকরণ বা কোয়ারান্টাইন করে রাখা হবে সেগুলি যথাক্রমে কলকাতা, চেন্নাই, জয়সলমীর, সুরতগড়, ঝাঁসি, যোধপুর, দেওলালীতে অবস্থিত।

গোটা দেশের মতো এই দেশেও করোনা আতঙ্ক ছড়াচ্ছে। বৃহস্পতিবারই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে তাঁদের রাজ্যে এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেশে এই প্রথম ওই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে কারোর মৃত্যুর খবর মিলল।

ভারতে করোনায় প্রথম মৃত্যু, কর্নাটকে মৃত বৃদ্ধের শরীরে ভাইরাস: আধিকারিক

জানা গেছে, ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি, এবং হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করা হয়েছিল। সেই সময় কোনও লক্ষণ ছিল না তাঁর। ৫ মার্চ  তিনি কালবুর্গির  একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাঁকে সেখানে ভর্তি করা হয়। তাঁর শরীরে করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণের প্রমাণ পান হাসপাতালের কর্মীরা।

তিনদিন পর তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা, রাত ১০.৩০টায় তাঁর মৃত্যু হয়।

.