This Article is From Jan 23, 2020

Anti-CAA Rally: "নাগরিকত্ব" নিয়ে অমিত শাহকে পাল্টা প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Citizenship Amendment Act: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যতই বিরোধিতা হোক না কেন এই আইন প্রত্যাহার করা হবে না, মঙ্গলবার স্পষ্ট জানান অমিত শাহ

Anti-CAA Rally:

West Bengal: দার্জিলিং সিএএ-বিরোধী মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • দার্জিলিংয়ে সিএএ বিরোধী মিছিলে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী
  • সিএএ নিয়ে অমিত শাহকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে সিএএ, এনআরসি এবং এনপিআর প্রয়োগ হবে না, জানান তৃণমূল নেত্রী
দার্জিলিং:

সিএএ, এনপিআর এবং এনআরসি নিয়ে নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিকপঞ্জিকরণ (NRC), জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ (NPR) এবং সংশোধিত নাগরিকত্ব আইন (CAA), এই তিনটের কোনওটাই প্রয়োগ করা হবে না পশ্চিমবঙ্গে (West Bengal), আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি (Mamata Banerjee)। পাশাপাশি দার্জিলিংয়ে আয়োজিত সিএএ-বিরোধী এক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা মঞ্চ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন। সিএএ-র (Citizenship Amendment Act) আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে কোনও ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করা হবে কি না তা পরিষ্কার করে জানাতে হবে কেন্দ্রকে, দাবি তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এনপিআর বা জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের কাজের জন্যে কোনও ব্যক্তির বাবা-মায়ের জন্ম তারিখ এবং কোথায় জন্ম এসব প্রশ্ন জানতে চাওয়ার পিছনে কেন্দ্রের আসল উদ্দেশ্য সম্পর্কেও সন্দেহ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

দার্জিলিংয়ের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে লক্ষ্য করে বলেন, "প্রতিদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছেন। মঙ্গলবার তিনি বলেছিলেন যে আমরা (বিরোধী দলগুলি) নাকি জনগণকে বিভ্রান্ত করছি। আমি তাঁর কাছ থেকে স্পষ্ট করে জানতে চাই যে সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে কোনও ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করা হবে কি না"।

দার্জিলিংয়ে সিএএ-এনআরসি বিরোধী মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যতই বিরোধিতা হোক না কেন এই আইন প্রত্যাহার করা হবে না, মঙ্গলবার স্পষ্ট জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

"এদিকে কেন্দ্র বলছে যে এনপিআরের জন্য কোনও নথির দরকার নেই, তাহলে ওঁরা কেন বাবা-মার জন্মের তারিখ এবং জন্মস্থানের বিষয়ে জিজ্ঞাসা করছে। কেন্দ্র আসলে দুটি তালিকা তৈরির পরিকল্পনা করছে - একটি তালিকা হল যাঁরা নথি জমা দেবেন তাঁদের তালিকা এবং অন্যটি হল যাঁরা নথি জমা দেবেন না তাঁদের তালিকা", একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CAA: "হোক বিতর্ক", মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিকে অমিত শাহের চ্যালেঞ্জ

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

.