This Article is From May 15, 2020

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট ট্রেনের ব্যবস্থা করেনি পশ্চিমবঙ্গ সরকার: রেলমন্ত্রী

Shramik Special: যেখানে দিনে ১০৫ টা ট্রেন চালানো দরকার, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সারা মাসে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে, টুইট রেলমন্ত্রী পীযূষ গয়ালের

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট ট্রেনের ব্যবস্থা করেনি পশ্চিমবঙ্গ সরকার: রেলমন্ত্রী

Piyush Goyal: বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের, টুইট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

নয়া দিল্লি:

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মোটেই যথেষ্ট ব্যবস্থা করছে না পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার, সরাসরি এমন অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। যেখানে দিনে ১০৫ টা ট্রেন (Shramik Special) চালানো দরকার, সেখানে রাজ্য সরকার সারা মাসে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে নিজের রাজ্যের শ্রমিকদের ভিনরাজ্য থেকে ঘরে ফেরাতে, টুইটে কটাক্ষ তাঁর (Piyush Goyal)। পীযূষ গয়ালের টুইটের কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটারে জানান যে, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার জন্য ১০৫টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে রাজ্য সরকার। তারপরেই এই ঘোষণাকে কটাক্ষ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি লেখেন,"আমি দুঃখ পাচ্ছি এটা ভেবে যে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে দৈনিক ১০৫ টি ট্রেন চালানোর প্রয়োজন, সেখানে ওই রাজ্য ৩০ দিনে মাত্র ১০৫ টি ট্রেন চালানোর কথা বলছে I তবুও আশা করি, বিভিন্ন রাজ্যে আটকে থাকা বাঙালি ভাই-বোনদের দুর্দশার কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ আরও বেশি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাঁদের ঘরে ফেরাতে"।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০০ জন করোনা রোগী, আরও ৩,৯৬৭ জন নতুন করে আক্রান্ত

অসংখ্য পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান এবং রাজ্য যদি তাঁদের জন্যে ব্যবস্থা না করে তবে "ওই কয়েক হাজার পরিযায়ী এমনকি শিশুরাও শত শত কিলোমিটার পথ হেঁটে এবং অন্যান্য বিপজ্জনক উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করবেন", আশঙ্কা প্রকাশ করে একথাও লেখেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের থেকে যাঁরা অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন তাঁদের ফেরাতে পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত বলেও মনে করছেন তিনি।

এর আগেও বিশেষ ট্রেনের ব্যবস্থা ঠিকভাবে করছে না পশ্চিমবঙ্গ সরকার এই অভিযোগ করে টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। এখনও পর্যন্ত বাংলা মাত্র ৭টি 'শ্রমিক স্পেশাল' ট্রেনের অনুমতি দিয়েছে, যেখানে উত্তরপ্রদেশ সরকার এমন ৪০০ টি ট্রেনের ব্যবস্থা করেছে, এমন কথাও টুইটে লেখেন তিনি।

লকডাউন ৪.০: নির্বাচিত এলাকার মধ্যে চলতে পারে বিমান, বাস ও স্থানীয় পরিবহণ

শুক্রবারই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করার কথা জানান। মুখ্যমন্ত্রী লেখেন, "দেশের বিভিন্ন প্রান্তে যাঁরা আটকে রয়েছেন এবং যাঁরা বাংলায় ফিরতে চান, তাঁদের সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ১০৫টি অতিরিক্ত স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছি। আগামী দিনে এই ট্রেনগুলি বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে আসবে। বাংলার মানুষদের বাড়ি ফিরতে সাহায্য করবে।" একইসঙ্গে এই ট্রেনগুলি কবে কোন স্টেশন থেকে কোন স্টেশনে আসবে তার একটি তালিকাও দেন তিনি।

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে রীতিমতো তোপ দাগেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পীযূষ গয়াল লেখেন, "গতকাল (বুধবার) আমার বক্তব্যের পরেই পশ্চিমবঙ্গ সরকার গভীর ঘুম থেকে জেগে উঠেছে। সরকার এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মাত্র ৭টি ট্রেনের অনুমতি দিয়েছে ... বাংলার শ্রমিকরা তাঁদের বাড়িঘর থেকে অনেক দূরে পড়ে রয়েছেন, তাই আমি তাঁদের ফেরানোর কথা বলে আবেদন করেছিলাম যাতে আরও ট্রেন চালায় রাজ্য সরকার"। সকলকে ফেরাতে যত তাড়াতাড়ি সম্ভব আরও ট্রেনের ব্যবস্থা করা উচিত, একথাও বলেন রেলমন্ত্রী।

.