This Article is From Oct 28, 2019

বরফ ঢাকা প্রান্তরে গাড়ি চালালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

যাত্রাপথ ছিল‌ নিতান্তই দুর্গম। একদিকে বরফে ঢাকা পাহাড়। অন্যদিকে গভীর খাদ। মাঝে রাস্তা। ভিডিওয় তাঁকে দেখা যায় প্রায় একটা জায়গায় গিয়ে ধাক্কা মারতে।

অরুণচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখা গেল ভূ-পৃষ্ঠ থেকে ৩,০৪৮ মিটার উপরে গাড়ি চালাতে।

নয়াদিল্লি:

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর পাহাড়ি দুর্গম অঞ্চলের রাস্তার ভিতর দিয়ে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর মোটরসাইকে‌ল চালানোর দৃশ্য ক'দিন আগেই দেখা গিয়েছিল। এবার ৪০ বছরের মুখ্যমন্ত্রীকে দেখা গেল ভূ-পৃষ্ঠ থেকে ৩,০৪৮ মিটার উপরে গাড়ি চালাতে। অল-টেরান ভেহিকল বা এটিভি চালিয়ে তিনি ঘুরলেন পাহাড়ি দুর্গমতার ভিতরে। এই ভিডিও তোলা হয়েছে এই ছবির মতো সুন্দর রাজ্যে পর্যটককে আকর্ষণ করার জন্য। তিনি যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে তিনি একটি ক্র্যাশ হেলমেট পরছেন গাড়িতে ওঠার আগে। ফেসবুকে ছবি শেয়ার করার সময় তিনি লেখেন, ‘‘১৫৬০০ ফুট উপর দিয়ে চলেছি। তাওয়াং জেলার রাস্তা পিটিএসও থেকে মাগোর ১০৭ কিমি রাস্তায়। ভারত ও তিব্বত/ চিন সীমান্তের কাছে।''

প্রধানমন্ত্রী মোদির বিমানকে তাঁদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকার করল পাকিস্তান!

যাত্রাপথ ছিল‌ নিতান্তই দুর্গম। একদিকে বরফে ঢাকা পাহাড়। অন্যদিকে গভীর খাদ। মাঝে রাস্তা। ভিডিওয় তাঁকে দেখা যায় প্রায় একটা জায়গায় গিয়ে ধাক্কা মারতে।

ভিডিও শেয়ার করার সময় তিনি লেখেন, ‘‘তাওয়াং-এর বরফ ঢাকা উচ্চতায় পূর্ণ শ্বাসরোধী অভিজ্ঞতা। উপভোগ করেছি দমবন্ধ দৃশ্য।''

ছবিগুলি কাছ থেকে দেখলে বোঝা যায় এটিভি যে সংস্থার, তার নাম পোলারিস। ওই সংস্থা কেবল ক্রীড়া সংক্রান্ত গাড়িই নির্মাণ করে। মডেলটির নাম আরজেডআর ৮০০।

গত মাসে ১২২ কিমি রাস্তায় পেমা খান্ডুকে বাইক চালাতে দেখা যায়। অরুণাচ‌লের ইয়ংকিয়ং থেকে পাসিঘাটের পথ।

তিনি টুইট করে জানান, ‘‘ইয়ংকিয়ং থেকে পাসিঘাট পর্যন্ত মোটরসাইকেল চালানোর ভিডিও। অরুণাচলকে বাইকিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বপ্নের গন্তব্য করে তোলার জন্য এই প্রয়াস।''

তিনি আরও জানান, ‘‘১৩ অক্টোবর ২০১৯। ইয়ংকিয়ং থেকে পাসিঘাট পর্যন্ত মোটরসাইকেল রাইড। ইয়ংকিয়ং সার্কিট হাউস থেকে আমার বাইক যাত্রা শুরু করে পাসিঘাট বিমানবন্দরে পৌঁছই সকাল সাড়ে দশটায়। পথ সিয়াং উপত্যকা ও আদি গ্রামের ছবির মতো সুন্দর।''

.