This Article is From Sep 06, 2019

টেলিভিশনে অকপট স্বীকারোক্তি, প্রথম দেখায় কতটা ঘাবড়ে ছিলেন বিরাট! দেখুন Video

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli) এবং বলিউড তারকা অনুষ্কা শর্মার (Anushka Sharma) কথা বলা হচ্ছে, ২০১৭ সালের বিরাট ও অনুষ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়

টেলিভিশনে অকপট স্বীকারোক্তি, প্রথম দেখায় কতটা ঘাবড়ে ছিলেন বিরাট! দেখুন Video

Anushka Sharma -র সাথে প্রথম পরিচয় নিয়ে মুখ খুললেন Virat kohli

হাইলাইটস

  • প্রায়ই খবরের শিরনামে দেখা যায় এই দম্পতিকে
  • টেলিভিশনে অকপট স্বীকারোক্তি
  • প্রথম সাক্ষাতে অনুষ্কার সাথে কি কথা হয়েছিল?
নিউ দিল্লি:

প্রায়ই খবরের শিরনামে দেখা যায় এই দম্পতিকে। হ্যাঁ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli) এবং বলিউড তারকা অনুষ্কা শর্মার (Anushka Sharma) কথা বলা হচ্ছে। একটি শ্যাম্পুর কমার্শিয়াল অ্যাড-এর সুবাদে তাদের প্রথম দেখা। কিন্তু আপনারা জানে কি, অনুষ্কাকে প্রথম দেখার পর বিরাট কোহলির  অবস্থা কেমন হয়েছিল? বিরাট কোহলি খুবই নার্ভাস হয়ে গেছিলেন। অকপটে জানিয়েছেন সেই কথা। গ্রাহাম বেনসিঙ্গারের একটি শো 'ইন ডেপ্থ উইথ গ্রাহাম বেনসিঙ্গার' -তে বিরাট কোহলি জানিয়েছিলেন, যখন তার সাথে অনুষ্কার প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন তিনি খুবই ঘাবড়ে গেছিলেন, কি করবেন তা বুঝে উঠতে পারছিলনা না। ''আমি ওকে জোক শোনাচ্ছিলাম, কারণ কি করব ঠিক বুঝতে পারছিলাম ন।''  

দেখুন ভিডিও:

প্রথম সাক্ষাতে অনুষ্কার সাথে কি কথা হয়েছিল, তা তার মনে আছে কিনা, জানতে চাওয়া হলে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার একটু চমকে উঠে বলেন, ''আমি এমন কিছু বলে ফেলেছিলাম, যা হয়তো বলা উচিত হয়নি।''তিনি বলেন, অনুষ্কা হিলস পরে শুটিং-এর জায়গায় এসেছিলেন, যার ফলে তার থেকে তাকে বেশি লম্বা দেখাচ্ছিল। তাই বিরাট একটু মজা করেই বলেন, ''এর থেকে উঁচু হিলস আর বাজারে ছিল না?'' তিনি আরও বলেন, ''তারপর জানিয়েছিলাম যে, আমি একটু মজা করছি। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।'' 

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে মেলামেশা করার পর শেষ পর্যন্ত ২০১৭ সালে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।  তস্কনীর এক গ্রাম্য পরিবেশে আত্মীয় ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই যুগল। পরে মুম্বাই ও দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। এই অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু ক্রিকেটার ও বলিউডের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছিলেন।