This Article is From Apr 05, 2020

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের অনুরোধ ট্রাম্পের

রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, তিনিও ওই ওষুধ খেতে পারেন। তিনি বলেন, ‘‘আমিও হয়তো এটা নিতে পারি। আমার চিকিৎসকদের সঙ্গে এবিষয়ে কথা বলব।''

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের অনুরোধ ট্রাম্পের

শনিবার ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। (ফাইল)

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের অনুরোধ ট্রাম্পের
  • শনিবার দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয় টেলিফোনে
  • করোনার প্রকোপে আমেরিকার বিপুল প্রাণহানিতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী
ওয়াশিংটন:

করোনা ভাইরাসের (Coronavirus) চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) ট্যাবলেট সরবরাহের জন্য ভারতের কাছে আর্জি জানাল আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald trump) শনিবার একথা জানিয়েছেন। এদিন হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্ক ফোর্সকে ট্রাম্প জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)অনুরোধ জানিয়েছেন আরও বেশি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেটের জন্য। তিনি বলেন, ‘‘আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কল করার পর ভারত হাইড্রক্সিক্লোরোকুইনের মার্কিন অর্ডারের দিকে গভীর ভাবে মনোযোগ দিতে চলেছে।'' রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, তিনিও ওই ওষুধ খেতে পারেন। তিনি বলেন, ‘‘আমিও হয়তো এটা নিতে পারি। আমার চিকিৎসকদের সঙ্গে এবিষয়ে কথা বলব।''

ভারতে ৩০০০ পেরলো করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে নতুন আক্রান্তের রেকর্ড, মৃত ৭৫

তিনি আরও বলেন, ‘‘ভারত এটা প্রচুর পরিমাণে তৈরি করছে। ওদের কোটি কোটি মানুষের জন্য এটা প্রচুর পরিমাণে দরকার। চিকিৎসার জন্য এই অ্যান্টি-ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন চিকিৎসার জন্য কৌশলগত জাতীয় মজুদ থেকে দেওয়া হবে।''

যে পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন চাওয়া হয়েছে, তা ভারত দিয়ে দিক, আপাতত সেদিকেই তাকিয়ে আমেরিকা। 
ভারত সরকার ম্যালেরিয়া-বিরোধী হাইড্রক্সিক্লোরোকুইনএর রফতানির বিষয়টি স্থগিত রেখেছে।

"তালি বাজিয়ে, আকাশে টর্চ মেরে সমস্যার সমাধান হবে না", টুইটে কটাক্ষ রাহুল গান্ধির

প্রধানমন্ত্রী টুইটারে জানিয়েছেন, টেলিফোনে ট্রাম্পের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি। তিনি জানিয়েছেন, ‘‘আমাদের খুব ভাল আলোচনা হয়েছে।'' কোভিড-১৯-এর সঙ্গে লড়তে পূর্ণ শক্তিতে ভারত-মার্কিন জোট কাজ করবে বলে জানান তিনি।

করোনা আক্রান্ত হয়ে আমেরিকার বিপুল প্রাণহানির বিষয়ে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
রবিবার পর্যন্ত আমেরিকায় ৩০১,৯০২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৮,১৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্রুত। অন্তত ২৩,৯৪৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত ১,০২৩ জন। 
মার্কিন বিদেশ সচিব মাইকেল পম্পেও-র সঙ্গে আলোচনা করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। করোনা ভাইরাসের মোকাবিলায় দুই দেশের যৌথ লড়াইয়ের পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।

.