This Article is From Jul 30, 2019

চপার থেকে পুষ্পবৃষ্টি কনওয়ার তীর্থযাত্রীদের ওপর! ফুল ছড়ালেন সরকারি আমলা!

গতবছর থেকে শুরু হওয়া এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই বছরেও। এমন ভালো কাজের উদ্যোক্তা উত্তরপ্রদেশ সরকার।

চপার থেকে পুষ্পবৃষ্টি কনওয়ার তীর্থযাত্রীদের ওপর! ফুল ছড়ালেন সরকারি আমলা!

উত্তরপ্রদেশর সরকার এই চপার দিয়েছে

গাজিয়াবাদ:

ভালো কাজ শুরু হয় যেমন ঘর থেকে, ভালো পদক্ষেপ উঠুক নিজের দেশ থেকে--- এই কথা মেনে সোমবার গাজিয়াবাদে (Ghaziabad) কানওয়ার তীর্থযাত্রীদের (Kanwar pilgrims) ওপর চপার থেকে পুষ্পবৃষ্টি করলেন প্রশাসনের উঁচু মহলের এক আমলা। গতবছর থেকে শুরু হওয়া এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই বছরেও। এমন ভালো কাজের উদ্যোক্তা উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government)। খবর, সরকারি চপারে চড়েই তীর্থযাত্রীদের ওপর পুষ্পবৃষ্টি করেছেন তিনি। । 

ইন্দো-ওড়িশা ভাই-ভাই: বাংলার মতো রসগোল্লা এবার ওড়িশার-ও

জেলা ম্যাজিস্ট্রেট অজয় শংকর পাণ্ডে এবং এসএসপি সুধীর কুমার পাণ্ডে একটি চপারে করে গতকাল সারাদিন ঘোরেন জেলার ওপর এবং পুষ্পবৃষ্টি করেন।

খবর, হারাসন পুলিশ স্টেশন থেকে দুই অফিসারকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। হৃষিকেশ যাত্রা সেরে যেসব পুণ্যার্থীরা ফিরছেন তাঁদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়েছেন তাঁরা।

এই প্রসঙ্গে পাণ্ডের কথা, "ফুল ছড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে।" 

বাঘ বাঁচানোর বার্তা দিতে গিয়ে ভিনরাজ্যে 'ছেলেধরা'র তকমা পশ্চিমবঙ্গের দম্পতির!

"মঙ্গলবার কানওয়ার যাত্রার শেষ দিন। আজ তাই গাজিয়াবাদ দিয়ে সবচেয়ে বেশি তীর্থযাত্রী যাবেন," বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। 

বিজেপির সত্যপাল সিংও তীর্থযাত্রীদের ওপর ফুল ছড়ান রবিবার। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.