This Article is From Jun 06, 2019

মর্মান্তিক! ঋণ শোধ না হওয়ায় আড়াই বছরের নাবালিকার চোখ উপড়ে নিল প্রতিবেশি

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের তপপাল শহরে। খবর, তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গত ২ জুন মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায় তারই বাড়ির কাছে আবর্জনা ফেলার জায়গায়।

মর্মান্তিক! ঋণ শোধ না হওয়ায় আড়াই বছরের নাবালিকার চোখ উপড়ে নিল প্রতিবেশি

আলিগড় পুলিশের সন্দেহ, দুই প্রতিবেশি ঘটনার সঙ্গে জড়িত (প্রতীকী)

আলিগড়:

নিজের জীবন দিয়ে মা-বাবার ঋণ শোধ করল আড়াই বছরের মেয়ে (two-and-a-half year old girl)। প্রশাসন সূত্রে খবর, প্রতিবেশির থেকে ১০ হাজার টাকা ধার করেছিলেন ওই শিশুর পরিবার। সেই ঋণ শোধ করতে না পারায় (failed to repay a loan ) শিশুকে মেরে ফেলে চোখ উপড়ে নিল পাড়ারই দুই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের তপপাল শহরে। খবর, তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গত ২ জুন মেয়েটির দেহ খুঁজে পাওয়া যায় তারই বাড়ির কাছে আবর্জনা ফেলার জায়গায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ, ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছিল দেহটির। আজ একদল কুকুর যখন মুখে করে মেয়েটির দেহের অংশ নিয়ে যাচ্ছিল তখনই খোঁজ মেলে বাকি দেহাবশেষের। 

আলিগড় পুলিশ জানিয়েছে, পড়শি জাহিদ (Zahid) আর আসলাম (Aslam)খুন করেছে মেয়েটিকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই ঘটেছে এই অঘটন। ধার নিয়ে শোধ করতে না পারায় প্রতিবেশিদের সঙ্গে বচসা বাঁধে শিশুটির মা-বাবার। তারপরেই খুন হয়ে যায় শিশুটি।

আলিগড়ের এসপি আকাশ কুলহারি (Senior Superintendent of Police Aligarh, Akash Kulhari.) জানিয়েছেন, "মেয়েকে খুঁজে না পেয়ে ৩১ মে থানায় ডায়েরি করেন শিশুটির অভিভাবক। আজ সকালে মেয়েটির দেহ পাওয়া গেছে স্থানীয় ভ্যাট থেকে। পুরোটাই ব্যক্তিগত শত্রুতার জের। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। অপরাধ স্বীকার করেছে তারা। আপাতত দু-জনেই থানায় বন্দি।"

মা-বাবার ঋণ কেন নিজের জীবন দিয়ে শোধ করতে হল একরত্তি শিশুটিকে? মানুষের জীবনের দাম মাত্র ১০ হাজার টাকা! এই প্রশ্ন তুলে অভিযুক্তদের বিচার চেয়ে আজ থানা এবং রাস্তা অবরোধ করেন মৃতার পরিবার-পরিজন।

.