This Article is From Jan 10, 2020

"এও ভয় দেখানোর কৌশল": দীপিকাকে সমর্থন বরুণ ধাওয়ানের

তাঁর এই শারীরিক ভাষা বলে দিচ্ছিল, আক্রান্তদের পাশে আছেন দীপিকা। এরপরেই গোটা ঘটনাকে ছবির প্রচারের কৌশল তকমা দিয়ে ছপাক ব্যান করার হুমকি শোনা যায়।  

জেএনইউ হামলায় মর্মাহত বরুণ ধাওয়ান

নয়া দিল্লি:

'প্রেক্ষাগৃহে Chhapaak  বন্ধ করে দেওয়ার হুমকি আসলে এক ধরনের ভয় দেখানোর কৌশল। যাতে নিজেদের ভবিষ্যত ভেবে আর কোনও তারকা বা দেশের বিশিষ্টজনেরা পাশে এসে না দাঁড়ান Jawaharlal National University-র পড়ুয়াদের পাশে', Deepika Padukone-কে সমর্থন করে একথাই বললেন Varun Dhawan। প্রসঙ্গত, সোমবার জেএনইউ-র আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন দীপিকা। বিশ্ববিদ্যালয় চত্বরে গুরুতর আহত ঐশী ঘোষের সামনে করজোড়ে দাঁড়ান। মুখে একটি শব্দ খরচ না করলেও তাঁর এই শারীরিক ভাষা বলে দিচ্ছিল, আক্রান্তদের পাশে আছেন দীপিকা। এরপরেই গোটা ঘটনাকে ছবির প্রচারের কৌশল তকমা দিয়ে Chhapaak ব্যান করার হুমকি শোনা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে।  

“আগে দেশপ্রেমী ছিলেন দীপিকা পাড়ুকোন এখন...”, বললেন কানহাইয়া কুমার

দীপিকাকে সমর্থনের পাশাপাশি বরুণ NDTV-কে আরও জানান,  "boycott" শব্দটি যেকোনও অভিনেতার কাছে অনভিপ্রেত, আতঙ্কের। শাহরুখ খানের  সঙ্গে তাঁর অভিনীত 'Dilwale' ছবিকেও বয়কট করে দেওয়ার কথা উঠেছিল। দীপিকার 'পদ্মাবত'-ও এর আগে এই হুমকির মুখে পড়েছে। এভাবে ভয় দেখালে, হুমকি দিলে মুখ বন্ধ রাখবেন সমাজের বিশিষ্ট জনেরা। যাতে তাঁদের ভবিষ্যত, কাজ বা ব্যবসা বয়কটের মুখে পড়ে মার না খায়। পাশাপাশি বরুণ সমর্থন করেন বিশ্ববিদ্যালয়ের আক্রান্তদেরও। দিল্লিতে এমন ন্যক্কারজনক ঘটনার সময় তিনি ছিলেন মধ্যপ্রদেশে। আগামী ছবি "Street Dancer 3D"-এ প্রচার উপলক্ষ্যে। সেখানেই এর সাক্ষাৎকারে জানান, মুখোশধারী একদল গুণ্ডা শিক্ষাক্ষেত্রে ঢুকে বেধড়ক মারধর করবে পড়ুয়া, শিক্ষকদের---এই ঘটনা দেশের লজ্জা।

প্রসঙ্গত, সোমবার দীপিকার জেএনইউ চত্বরে পা রাখার পরে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া, নেটিজেনরাও। একদলের ট্যাগ #ISupportDeepika। যদিও সমস্ত হুমকি অগ্রাহ্য করে NDTV-কে দীপিকার সাহসী প্রত্যুত্তর, ভালো লাগছে, দেশবাসীর ভয় কেটেছে দেখে। প্রতিবাদের ভাষা দেখে। মুক্ত কণ্ঠে সবাই নিজের মত প্রকাশ করছে দেখে। তবে দীপিকার এই সমর্থনকে মোটেই ভালো চোখে দেখছেন না দেশের বিভিন্ন রাজনৈতিক মহল। বিশেষ করে বিজেপি দল। অসমের মন্ত্রী Himanta Biswa Sarma বলেছেন, এটাই রীতি বলিউডের অভিনেতা-প্রযোজক-পরিচালদের। ছবির প্রচারের আগে বিতর্ক তৈরি করা। যাতে সেই আঁচে ছবিটি ব্যবসায়িক বৈতরণী পার হয় সহজে।  একই মত প্রকাশ করেন জেএনইউয়ের উপাচার্য এম জগদেশ কুমার। তিনি প্রশ্ন রাখেন, "আমি আন্দোলনকারীদের সমর্থন করতে আসা এই বিশিষ্ট জনেদের কাছে জানতে চাই, গবেষণা এবং শিক্ষাদানের অধিকার থেকে বঞ্চিত হাজার হাজার শিক্ষার্থী এবং শিক্ষকদের কী হবে? আপনারা কেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না?" 

'সিনেমার 'মস্তানি'র মতো কাজ করতে যাওয়া উচিত নয় দীপিকা পাডুকোনের': বিজেপি নেতা

তবে শুধুই দীপিকা পাড়ুকোন বা বরুণ ধাওয়ান নন, সোনম কাপুর, অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডার মতো বলিউড তারকারাও প্রতিবাদ জানিয়েছেন জেএনইউতে ঘটে যাওয়া হিংসাত্মক কার্যকলাপের।

.