This Article is From Jul 06, 2018

অযোধ্যা-বাবরি মসজিদ মামলার শুনানি আজ থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে

বাবরি মসজিদ ও রাম মন্দিরের জমি নিয়ে বিতর্কিত মামলাটির শুনানি আজ থেকে শুরু করতে পারে সুপ্রিম কোর্ট।

অযোধ্যা-বাবরি মসজিদ মামলার শুনানি আজ থেকে শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের কাছে 14'টি আপিল জমা পড়েছিল

নিউ দিল্লি:

 বাবরি মসজিদ ও রাম মন্দিরের জমি নিয়ে বিতর্কিত মামলাটির শুনানি আজ থেকে শুরু করতে পারে সুপ্রিম কোর্ট।

1994 সালে সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী, ওই মসজিদের জমি কেবলমাত্র ইসলামের অভিন্ন অংশ ছিল না। এই রায়ের বিরুদ্ধে মুসলিম ধর্মাবলম্বীদের একটি সংগঠন আদালতে আবেদন করে। এর বিরোধিতা করে আপিল করে একটি হিন্দু সংগঠন। তাদের আপিলটি শোনেন প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অশোক ভূষণ এবং এস এ নাজিরের বিশেষ বেঞ্চ। গত 17 মে।  

অযোধ্য মামলার অন্যতম মামলাকারী এম সিদ্দিক। তাঁর মৃত্যুর পর বৈধ উত্তরাধিকারীরা এখন টেনে নিয়ে যাচ্ছেন ওই মামলা। 1994 সালে এম ইসমাইল ফারুকির করা মামলায় আদালত রায় দিয়েছিল- ওই মসজিদ কেবলমাত্র ইসলামের অনুসারীদের প্রার্থনার অভিন্ন অংশ ছিল না। সেই রায়ের বিপক্ষে লড়াইয়ের জন্য বেশ কিছু তথ্য জোগাড় করেছিলেন তিনি।

তিনি আদালতের বিচারপতিদের বেঞ্চকে জানিয়েছিলেন যে, অযোধ্যায় ভূমি অধিগ্রহণের বিষয় সংক্রান্ত মামলাটির ওপর মূল মামলার ফলাফলের প্রভাব পড়েছিল।

যদিও, হিন্দু ধর্মের সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, ওই মসজিদ যে ইসলামের অবিচ্ছেদ্য অংশ ছিল না, তা নিয়ে ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে আদালত। ওই মামলাটি তাই এখন আর নতুনভাবে শুরু হতে পারে না। 

এই মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের কাছে অন্তত 14’টি আপিল জমা পড়েছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.