This Article is From Jun 20, 2020

"আগ লাগে বস্তি মে, মে আপনি..." টুইট করে অ্যাকাউন্ট ডিলিট সোনাক্ষী সিনহার

শেষ খানদানি শাফাখানা ছবিতে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহাকে। তাঁর পরবর্তী প্রজেক্ট ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া

এই ছবি শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা। (সৌজন্য aslisona)

হাইলাইটস

  • মানসিক শান্তি পেতে টুইটার অ্যাকাউন্ট ডিলিট সোনাক্ষীর
  • এখন বেশি দরকার নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকা: সোনাক্ষী
  • স্টার কিডসদের নিয়ে সমালোচনা পছন্দ নয়, তাই এই সিদ্ধান্ত, দাবি ঘনিষ্ঠদের
মুম্বই:

মানসিক শান্তি পেতে টুইটার ডিলিট করলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha deleted Twitter)। শনিবার তিনি এই সিদ্ধান্তের আগে একটা ছবি পোস্ট করেন। সেই স্ক্রিনশটে লেখা: আগ লাগে বস্তি মে, মে আপনি মস্তি মে! ইনস্টাগ্রামে কমেন্ট বক্সও মিউট করেছেন তিনি। সোনাক্ষীর ঘনিষ্ঠ সূত্রে খবর, স্টার কিডসদের(critisism on star kids) নিয়ে সমালোচনা একেবারে পছন্দ নয় তাঁর। আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটদুনিয়া জুড়ে নেপোটিজম ঘিরে চর্চা।তাই বিতর্কে না জড়িয়ে টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। সেই প্রসঙ্গ টুইটার অ্যাকাউন্ট ডিলিট করার আগেও উল্লেখ করেছেন সোনাক্ষী। তিনি লেখেন, "মানসিক শান্তি পেতে আমি টুইটার থেকে বিদায় নিলাম। এখন দরকার নেতিবাচক ভাবনাগুলো থেকে দূরে থাকা। চলো আমি অফ হলাম। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলাম।"

সাম্প্রতিক কালে নানা বিষয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবিসি'তে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের ভুল জবাব কিংবা লকডাউনের ভেঙে বাইরে বেরনোর মতো প্রসঙ্গ। নেট দুনিয়ার চর্চার কারণ হয়েছ সোনাক্ষী। সেই বিতর্কে জল ঢালতে এগিয়ে আসতে হয়েছে বাবা শত্রুঘ্ন সিনহাকেও। দেখুন সেই সব পোস্ট: 

Time to get bigger, better, stronger!!!

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

শেষ খানদানি শাফাখানা ছবিতে দেখা গিয়েছে সোনাক্ষী সিনহাকে। তাঁর পরবর্তী প্রজেক্ট ভূজ: দা প্রাইড অফ ইন্ডিয়া।

.