This Article is From Mar 18, 2019

নির্বাচনকে কেন্দ্র করে হিংসা বাংলাদেশে, মৃত ৬

রাঙামাটির পুলিশ প্রধান আলমগির কবীর বলেন, নয়মাইল অঞ্চলে ওই বন্দুকধারীদের দলটি আক্রমণ করে আচমকা। যদিও, তারা কারা, তা এখনও জানতে পারেনি পুলিশ।

নির্বাচনকে কেন্দ্র করে হিংসা বাংলাদেশে, মৃত ৬

দেশব্যাপী উপনির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণে ভয়াবহ হিংসার সাক্ষী রইল বাংলাদেশ।

ঢাকা:

দেশব্যাপী উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ভয়াবহ হিংসার সাক্ষী রইল বাংলাদেশ। সোমবার এক প্রিসাইডিং অফিসার সহ মোট ছ'জনকে হত্যা করে কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব অংশের পার্বত্য অঞ্চলে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। রাঙামাটি জেলার বাগাইছারি উপজেলার সদর দফতরে এই গুলি চালানোর ঘটনায় আহত হন কয়েকজন পুলিশকর্মী সহ মোট আটজন ব্যক্তি। পুলিশ জানিয়েছে, “একটি প্রত্যন্ত ভোটগ্রহণ কেন্দ্র থেকে ভোট সম্পন্ন হওয়ার পর ব্যালট বাক্স নিয়ে আসার সময়ই ওই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের কবলে পড়েন প্রিসাইডিং অফিসার সহ মোট ছ'জন। তাঁরা বাগাইছারির দিকেই আসছিলেন। সেই সময়ই তাঁদের পথ আটকায় বন্দুকধারীরা”।

রাজনৈতিক জীবনে ইতি টানার কথা ভাবছেন হাসিনা

রাঙামাটির পুলিশ প্রধান আলমগির কবীর বলেন, নয়মাইল অঞ্চলে ওই বন্দুকধারীদের দলটি আক্রমণ করে আচমকা। যদিও, তারা কারা, তা এখনও জানতে পারেনি পুলিশ।

১৯৯৭ সালে বাংলাদেশের দক্ষিণ-পূর্বদিকের পার্বত্য অঞ্চলের টানা দু'দশকের হিংসার অবসান হয় শান্তিচুক্তির মাধ্যমে। ওই অঞ্চলের প্রাচীন এক সংখ্যালঘু শ্রেণি নতুন রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে ওই অশান্তি করে চলেছিল বাংলাদেশ সরকারের সঙ্গে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.