Bengali | Edited by Biren Bhattacharya | Sunday March 15, 2020
মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট নিয়ে মধ্যরাতে চিঠি দিয়েছে রাজ্যপাল, সোমবার আস্থা ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে চিঠিতে। সেই চিঠিতে রাজ্যপাল লালজি ট্যান্ডন, বিধানসভার অধ্যক্ষ নর্মদা প্রসাদ প্রজাপতিকে সোমবার আস্থা ভোট করাতে বলেছেন। রাজ্যের মন্ত্রী প্রদীপ জয়সওয়াল বলেন, “আগামিকালই আস্থা ভোট করাতে হবে, তার কোনও মানে নেই, এখন তো করোনা চলছে”। গত সপ্তাহে ইস্তফা দেওয়া ২২ জন বিধায়কের আইনি অবস্থান নিয়ে আলোচনা করতে সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে আলোচনা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহ্বাণ সহ বিজেপি নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন বিধায়ক পদত্যাগ করায় পতনের মুখে দাঁড়িয়ে কমল নাথ সরকার। ২০১৮ বিধানসভা নির্বাচনের পর থেকেই একপেশে হয়ে থাকার পর, বিজেপিতে যোগ দান করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
www.ndtv.com/bengali