This Article is From Nov 28, 2019

Kharagpur Sadar by-election 2019 results: খড়্গপুরে গেরুয়াকে ফিকে করে সবুজের ঝড়

Kharagpur Sadar By-Polls 2019 Results: খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে যাওয়ায় এই কেন্দ্রটি ফাঁকা হয়।

Kharagpur Sadar by-election 2019 results: বৃহস্পতিবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলপ্রকাশ

আজ, বৃহস্পতিবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের (By-Election 2019 Results) ফলপ্রকাশ।পিটিআই থেকে প্রাপ্ত খবরানুসারে, খড়্গপুর সদর থেকে তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার ২০,৭৮৮ ভোটে জয়লাভ করেছেন।শুরুতে কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল এগিয়ে থাকলেও, তারপরে এগিয়ে যায় বিজেপির প্রেম চন্দ্র ঝাঁ। কিন্তু শেষ হাসি হাসে সবুজ শিবির।কালিয়াগঞ্জের পর গেরুয়া ঝড় ফিকে পড়েছে সেখানেও। গত সোমবার করিমপুর, খড়গপুর সদর (Kharagpur Sadar) ও কালিয়াগঞ্জ বিধানসভায় উপ নির্বাচন হয়। নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৫.৩৪ শতাংশ।

সন্ধে ৬টার পরেও ভোটারদের লাইন ছিল। সমস্ত তথ্য একত্রিত করলে ভোটদানের হার আরও বাড়বে।” এক আধিকারিক বলেন, “নদিয়া জেলার করিমপুর ছাড়া উপনির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে।” খড়গপুর সদর কেন্দ্র গেরুয়া শিবিরের প্রার্থী প্রেমচন্দ্র ঝা, এখানে কংগ্রেস-সিপিআইএম প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল এবং তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে যাওয়ায় এই কেন্দ্রটি ফাঁকা হয়।

.