This Article is From Apr 05, 2020

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া, ট্যুইটারে ট্রেন্ড মোমবাতি, প্রদীপ জ্বালানোর কর্মসূচী

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এক হওয়ার ডাকে সাড়া দিয়ে রাত ৯টায় ব্যালকনি, দরজার সামনে মোমবাতি হাতে ৯মিনিট দাঁড়িয়ে পড়েন দেশবাসী

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া, ট্যুইটারে ট্রেন্ড মোমবাতি, প্রদীপ জ্বালানোর কর্মসূচী

Coronavirus: ট্যুইটারে ছবি পোস্ট করেন মহম্মদ কাইফ, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নয়াদিল্লি:

বিশ্বজুড়ে অতিমারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাকে সাড়া দিতে রবিবার রাত ৯টায় মোমবাতি, প্রদীপ হাতে বাড়ির দরজা, ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লেন হাজারও মানুষ। হাতে বাতি নিয়ে ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইটারে ছবি পোস্ট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ক্রিকেটার সুরেশ রায়না, রাজনীতিবাদ জেপি নাড্ডারা ছিলেন সেই তালিকায়। ট্যুইটারে ছবি পোস্ট করেন মহম্মদ কাইফ, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।.

প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মা হিরাবেনকেও।

Gujarat: Mother of PM Modi, Heeraben, lights an earthen lamp after turning off all lights at her residence. India switched off all the lights for 9 minutes at 9 PM today & just lit a candle, 'diya', or flashlight, to mark India's fight against #Coronavirus as per PM's appeal. pic.twitter.com/qPQqXAB6Jf

— ANI (@ANI) April 5, 2020

গত সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণে, “করোনা ভাইরাস অতিমারির অন্ধকারের” বিরুদ্ধে লড়াইয়ে দেশকে একজোট হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “৫ এপ্রিল, রাত ৯টা, আমি আপনাদের থেকে ৯ মিনিট সময় চাইছি। আপনাদের বাড়ির সব আলো এই সময় নিভিয়ে রাখুন, মোমবাতি, প্রদীপ, অথবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে আপনাদের ব্যালকনি, দরজায় থাকুন”।

তিনি বলেন, “লকডাউনে কেউ একা নন, ১৩০ কোটির সমবেত শক্তি রয়েছে সব  নাগরিকের  মধ্যে”।

এদিন সকালে, প্রধানমন্ত্রী সেই নিয়ে ট্যুইটও করেন।

করোনা ভাইরাস নিয়ে এটি ছিল তাঁর জাতির উদ্দেশে তৃতীয় ভাষণ।

.