This Article is From Jan 25, 2019

প্রজাতন্ত্র দিবসের আগের দিন কী বললেন রাষ্ট্রপতি? জেনে নিন কয়েকটি বিশেষ মন্তব্য

প্রজাতন্ত্র দিবসের আগের দিন কী বললেন রাষ্ট্রপতি? জেনে নিন কয়েকটি বিশেষ মন্তব্য

৭০ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

হাইলাইটস

  • প্রজাতন্ত্র দিবসের আগের দিন জাতীয় উদেশে ভাষণ দিলেন দেশের রাষ্ট্রপতি
  • প্রথমেই দেশের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি
  • তিনি বলেন, আজকের সিদ্ধান্ত ঠিক করবে আগামী দিন কেমন হবে
নিউ দিল্লি:

প্রজাতন্ত্র দিবসের আগের দিন  জাতীয় উদেশে ভাষণ দিলেন  দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথমেই দেশের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, ভারতের প্রতিটি নাগরিকের স্বাধীনতা এবং সাম্যে  বিশ্বাস রাখার  সুযোগ রয়েছে।                         

   রাষ্ট্রপতির ভাষণের কয়েকটি বিশেষ মন্তব্য      

  •  এবারের প্রজাতন্ত্র দিবস বিশেষ। এ বছরের ২ অক্টোবর গান্ধীজির দেড়শো তম জন্মদিবস পালিত হতে চলেছে।        . 
  •  এখন ভারত এক কঠিন সময়ের মধ্যে  দিয়ে  যাচ্ছে। আজকের সিদ্ধান্ত ঠিক করবে আগামী দিন কেমন হবে।         
  • এবার লোকসভা নির্বাচনে অংশ নিয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে আমাদের।    
  • ধর্ম এবং জাত ব্যাতি রেখে  দেশের সম্পদের উপর সকলের সমান অধিকার রয়েছে।  
  • সামাজিক ন্যায় এবং আর্থিক নৈতিকতাকে  অবলম্বন করে দেশে উন্ন্যনেরকাজ হয়েছে।         
  •  আমার অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। বাকিটাও পেরতে হবে। নতুন সাফকল্য পেতে হবে আমাদের। এমন সমাজ গড়তে হবে যেখানে নারী আর পুরুষকে  আলাদা নজরে দেখা হবে না।    
  •  চিরকাল ভারতীয়রা একে অপরের প্রতি শ্রদ্ধার মনোভাব রেখে এসেছেন।     
  •  সাংবিধানের দেখানো পথে চলে আমরা আরও উন্নতির করব। 

 

.