This Article is From May 21, 2019

২৮ তম মৃত্যুবার্ষিকীতে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী

Rajiv Gandhi Death Anniversary: প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Rajiv Gandhi death: আজ রাজীব গান্ধীর ২৮তম প্রয়াণ বার্ষিকি

হাইলাইটস

  • ট্যুইটারে রাজীব গাান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর
  • আগে রাজীব গান্ধীকে আক্রমণ করে বিরোধীদের কটাক্ষ করেন প্রধাননমন্ত্রী
  • ১৯৯১ এ হত্যা করা হয় রাজীব গান্ধীকে
নিউ দিল্লি:

সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বোফর্স নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে(Rajiv Gandhi) ‘নাম্বার ওয়ান দুর্নীতিগ্রস্ত' বলে রাহুল গান্ধীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।মঙ্গলবার রাজীব গান্ধীর ২৮তম প্রয়াণবার্ষিকীতে (Rajiv Gandhi Death Anniversary) প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন মোদী(Narendra Modi)। রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে এদিন সকাল থেকেই ভিড় ছিল দিল্লির বীরভূমিতে। সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন এবং প্রয়াত প্রধানমন্ত্রীর স্ত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি তথা ছেলে রাহুল গান্ধী, কংগ্রেসের বর্তমান সম্পাদক ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও, শ্রদ্ধা জানান মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও দলের নেতা-মন্ত্রীরা। মোদী অবশ্য বীরভূমিতে এসে শ্রদ্ধা জানাননি। ট্যুইটে তিনি বলেন, ‘আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুবার্ষিকী। তাঁকে অন্তরের শ্রদ্ধা জানাই।'

নরেন্দ্র মোদীর(Narendra Modi) এই ট্যুইট দেখার পরেই স্বাভাবিকভাবেই সেটি চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রসঙ্গত, নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে ক্রমাগত রাফাল যুদ্ধবিমান দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। সরব হয়েছিলেন কংগ্রেসের প্রথম সারির নেতারা। এরপরেই পাল্টা হুলে রাহুলকে বেঁধেন মোদী। বলেন, ‘দলের নেতাদের কাছে তোমার বাবার ভাবমূর্তি হয়তো খুবই স্বচ্ছ্ব। কিন্তু তিনি শেষ দিন পর্যন্ত ছিলেন নাম্বার ওয়ান দুর্নীতিগ্রস্ত।'

বাবাকে স্মরণ করতে গিয়ে মঙ্গলবার সকালে রাহুল গান্ধী এক ট্যুইটে বলেন, ‘বাবা ছিলেন ভীষণ নরম প্রকৃতির। সবাইকে খুব ভালোবাসতেন। শত্রুকেও কখনও ঘৃণার চোখে দেখেননি। ছোটো থেকে আমিও বাবার এই এবং ভালোবাসার মন্ত্র নিয়েই বড়ো হয়েছি।'     

প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রাজীব গান্ধীকে (Rajiv Gandhi) শ্রদ্ধা জানিয়েছেন অন্যান্য নেতারাও।  ঘনিষ্ঠ ও দলের অন্যতম নেতা শ্যাম পিত্রোদার মতে, ‘সারাজীবন আধুনিক ভারতের স্বপ্ন দেখতেন রাজীব। আজকের ডিজিটাল ইন্ডিয়ার পথীকৃত কিন্তু রাজীব গান্ধীই।'  

প্রসঙ্গত, আজকের ১৯৯১ সালে দিনেই শ্রীলঙ্কার শ্রীপেরুম্বুদুর শহরের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তামিল জঙ্গি এলটিটিই-র আত্মঘাতী মানব বোমায় নিহত হন ইন্দিরা তনয় রাজীব (Rajiv Gandhi) । দেশ থেকে জঙ্গি নাশকতা মুছতে এরপরেই তাঁর মৃত্যুদিন চিহ্নিত হয় ‘অ্যান্টি টেররিজম ডে' হিসেবে।

.