This Article is From Jun 04, 2020

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব রাজীব তপনো নিয়োগ পেলেন বিশ্বব্যাঙ্কে

এদিকে, ১৯৯৯ সালের আইএএস আধিকারিক নভনীত তামিলনাড়ু ক্যাডার। ২০১৪-২০১৯ পর্যন্ত পিএমও'র যুগ্মসচিব হিসেবে কাজ করেছেন তিনি

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব রাজীব তপনো নিয়োগ পেলেন বিশ্বব্যাঙ্কে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব নিয়োগ পেলেন বিশ্ব ব্যাঙ্কে। (ফাইল ছবি)

হাইলাইটস

  • তপনো গুজরাত ক্যাডারের আইএএস। তাঁকে নিযুক্ত করা হয়েছে বিশ্বব্যাঙ্কে
  • ব্যাঙ্ককর্তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি
  • পিএমও'র এক আমরা নিয়োগ পেলেন বিশ্ব বাণিজ্য সংস্থায়
নয়া দিল্লি:

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (PA to PM Modi) তথা প্রবীণ আমলা রাজীব তপনো বিশ্বব্যাঙ্ক (Worle Bank) নিয়োগ পেলেন। বিশ্বব্যাঙ্কের কার্যকরী আধিকারিকের উপদেষ্ট পদে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।  পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর (PMO) বা পিএমও'র আমলা ব্রজেন্দ্র নভনীত বিশ্ব বাণিজ্য (WTO) সংস্থায় নিয়োগ পেলেন। সুইৎজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত সেই সংস্থার ভারতের নিযুক্ত স্থায়ী রাষ্ট্রদূত হলেন ব্রজেন্দ্র নভনীত। জানা গিয়েছে; ১১৯৬ ব্যাচের গুজরাত ক্যাডার আইএএস আধিকারিক রাজীব তপনো। এদিকে, ১৯৯৯ সালের আইএএস আধিকারিক নভনীত তামিলনাড়ু ক্যাডার। ২০১৪-২০১৯ পর্যন্ত পিএমও'র যুগ্মসচিব হিসেবে কাজ করেছেন তিনি।

এদিকে, কেন্দ্রীয় সূত্রে খবর করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে চরম আর্থিক মন্দার মুখে পড়তে চলেছে দেশ। সেই পরিস্থিতিতে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনে ভারতীয় আমলাদের এই নিয়োগ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এই ভারতীয়দের মতামত গ্রাহ্য হবে; এমনটাই দাবি। জানা গিয়েছে, এদিন আরও পাঁচ আমলাকে আন্তর্জাতিক সংগঠনে নিয়োগ করা হয়েছে। আর্থিক ও বাণিজ্যিক নীতি নির্ধারণে এই সংগঠনগুলো সক্রিয়। এমনটাই সূত্রের খবর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.