রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন শচীন পাইলট (ফাইল ছবি)
হাইলাইটস
- রাজস্থান হাইকোর্টে চলা মামলায় স্থগিতাদেশ দিতে চায়নি সুপ্রিম কোর্ট
- এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে শচীন পাইলট শিবির
- কেন অধ্যক্ষ আদালতে? প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত
রাজস্থান সঙ্কটের ১০ তথ্য:
"একজন নেতা বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আস্থা হারাল। সেখানে অন্যরা বরখাস্ত হতে পারে না। তাহলে এটা একটা প্রথা হয়ে দাঁড়াবে। কেউ গলা তুলতে সাহস পাবে না। এভাবে গণতন্ত্রে বিরোধী কণ্ঠ চাপা দেওয়া যায় না: সুপ্রিম কোর্টের বিচারপতি একে মিশ্র
রাজস্থানের বিধানসভার অধ্যক্ষের হয়ে বৃহস্পতিবার সওয়াল করেন কপিল সিবাল। তিনি বলেন, "অধ্যক্ষের এক্তিয়ারে কোনও আদালত হস্তক্ষেপ করতে পারে না।"
ইতিমধ্যে শচীন পাইলট-সহ ১৯ জনের বিধায়কপদ খারিজ করতে নোটিশ পাঠিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি জোশী
গেহলট বিরোধীদের আদালতে সওয়াল, "তাঁরা দলত্যাগে বিশ্বাসী নয়। বরং রাজস্থান কংগ্রেসে নেতৃত্বে বদল চান"
হাইকোর্ট যাতে আইনসভার এক্তিয়ারে মধ্যস্থতা না করে এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিপি জোশী
এই মামলা অধ্যক্ষ সুপ্রিম কোর্টে হারলে বিধানসভার আস্থা ভোটে বিক্ষুব্ধ বিধায়করা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে ভোট দিতে পারেন। সেক্ষেত্রে চাপে পড়বে সে রাজ্যে কংগ্রেস সরকার
এদিকে, এক কেন্দ্রীয় মন্ত্রীকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ ঠুকেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট
চিঠিতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট লেখেন, "এই সঙ্কটের মুহূর্তে আমরা যখন মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত, তখন আপনার মন্ত্রী চেষ্টা করছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে অস্থির করতে।"
সাম্প্রতিক কালে কংগ্রেস নেতা শচীন পাইলটকেও গোটা ঘটনার জন্য দায়ী করে রাজস্থানে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী
অপরদিকে, রাজস্থানের এক কংগ্রেস বিধায়ককে আইনি নোটিশ পাঠান শচীন পাইলট। সেই বিধায়ক গিরিরাজ সিং অযথা পাইলটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন বলে সেই নোটিশে উল্লেখ
Post a comment