This Article is From May 10, 2020

দিল্লি থেকে যাত্রী ট্রেন পরিষেবা শুরু মঙ্গলবার! সোমবার বিকেল থেকে টিকিট বুকিং

রবিবার টুইট করে জানালেন রেলমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে থেকে একমাত্র আইআরসিটিসির মাধ্যমে কাটা যাবে টিকিট। স্টেশনের  ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধই থাকবে

দিল্লি থেকে যাত্রী ট্রেন পরিষেবা শুরু মঙ্গলবার! সোমবার বিকেল থেকে টিকিট বুকিং

যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ নিল ভারতীয় রেল।

নয়া দিল্লি:

 মঙ্গলবার থেকে চালু হতে চলেছে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা  (Passengers Train)। লকডাউন ও সংক্রমণ আবহে প্রায় মাস দুয়েক বন্ধ ছিল মেল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন পরিষেবা। সেটাই তৃতীয় দফার লকডাউন (Amid lockdown) শেষের পাঁচদিন আগে শুরু করছে রেল মন্ত্রক। রবিবার টুইট করে জানালেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে থেকে একমাত্র আইআরসিটিসির (IRCTC) মাধ্যমে কাটা যাবে টিকিট। স্টেশনের  ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধই থাকবে। মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা, "মঙ্গলবার থেকে ১৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। দিল্লি থেকে (From and To Delhi) দেশের অন্য শহরকে যুক্ত করবে এই পরিষেবা। সেই তালিকায় আছে বাংলা, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর ত্রিপুরা। 

সেই নির্দেশিকায় স্বাস্থ্যবিধি প্রসঙ্গে বলা হয়েছে, "নিশ্চিত টিকিট যেসব যাত্রীদের তাঁরাই নয়াদিল্লি স্টেশনে প্রবেশ করতে পারবেন। অবশ্যই ফেসমাস্ক পরে স্টেশনে প্রবেশ করতে হবে। ট্রেনে ওঠার আগে সেরে নিতে হবে স্ক্রিনিং পর্ব। পাশাপাশি একমাত্র যারা উপসর্গহীন তাঁরাই উঠতে পারবে ট্রেনে। জানা গিয়েছে, বাতানুকুল কামরা আছে শুধু সেই ট্রেনই পরিষেবা দেবে। পাশাপাশি সীমিত সংখ্যক স্টেশনে দাঁড়াবে সেই ট্রেনগুলো।  রেলমন্ত্রীর সেই টুইট: 

PTI থেকে সংগৃহীত 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

.