This Article is From Jan 08, 2020

‘‘আমি তাঁদের স্যালুট করি’’: ভারত বনধের সমর্থনে রাহুল গান্ধি

২৫ কোটি কর্মীর ডাকা ভারত বনধ প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, ‘‘আমি তাঁদের স্যালুট করি।’’

‘‘আমি তাঁদের স্যালুট করি’’: ভারত বনধের সমর্থনে রাহুল গান্ধি

সরকারের ‘‘জনবিরোধী ও শ্রমিক বিরোধী’’ নীতির ফলে দেশে ভয়াবহ বেকারত্বের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধি।

নয়াদিল্লি:

বুধবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধকে (Bharat Bandh) সমর্থন করে নরেন্দ্র মোদির সরকারকে (Narendra Modi Government) আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। তিনি এদিন দাবি করলেন, সরকারের ‘‘জনবিরোধী ও শ্রমিক বিরোধী'' নীতির ফলে দেশে ভয়াবহ বেকারত্বের সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে জানান, পিএসইউ তথা আধা সরকারি ক্ষেত্রগুলির দুর্বল হয়ে পড়ার পিছনেও সরকারের দায় রয়েছে। সেগুলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মানুষদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ২৫ কোটি কর্মীর ডাকা ভারত বনধ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি তাঁদের স্যালুট করি।''

রাহুল গান্ধি টুইট করে বলেন, ‘‘মোদি-শাহ সরকারের জনবিরোধী শ্রমিক বিরোধী নীতিগুলির ফলে প্রবল বেকারত্বের সৃষ্টি হয়েছে এবং পিএসইউ-এর ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছি নরেন্দ্র মোদির ধনী বন্ধুদের কাছে বিক্রি করে দিতে। আজ, ২৫ কোটি কর্মীরা এর প্রতিবাদে ভারত বনধ ডেকেছে। আমি স্যালুট করি তাঁদের।''

আজ ভারত বনধ, বিঘ্নিত হতে পারে ব্যাঙ্কিং ও পরিবহণ পরিষেবা

আজ বুধবার দেশব্যাপী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৪ ঘণ্টার ভারত বনধ শুরু হয়েছে সকাল ৬টা থেকে। এর ফলে ব্যাঙ্কিং ও পরিবহণ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি সরকারের ‘‘শ্রমিক বিরোধী নীতি''-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিটুর প্রায় ২৫ কোটি কর্মী এই বনধে যোগ দিতে পারে। নির্দিষ্ট ন্যূনতম মজুরি ও সমান কাজের জন্য সমান মজুরির মতো দাবি জানিয়েছিল তারা। এছাড়াও আরও ন'টি শ্রমিক সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বনধকে সমর্থন করছে বলে সোমবার সিটুর তরফে জানানো হয়েছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় নীতি ও শ্রমিক আইনের ফলে ৮০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ এই বনধে অংশ নিচ্ছে না।

.