This Article is From May 31, 2020

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সিঙারা চেখে দেখতে টুইট প্রধানমন্ত্রী মোদির

জানা গিয়েছে; চার জুন ইন্দো-অস্ট্রেলিয়া ভিডিও বৈঠকের সূচি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে সেই বৈঠক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সিঙারা চেখে দেখতে টুইট প্রধানমন্ত্রী মোদির

সম্প্রতি নিজের হাতে সিঙারা রান্না করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

হাইলাইটস

  • লকডাউনের অবসরে নিজের হাতে সিঙারা বানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  • স্কটমোসা নামে সেই ছবি টুইট করেন স্কট মরিসন। উল্লেখ করেন নরেন্দ্র মোদিকে
  • লকডাউন মিটলে সেই সিঙারা চেখে দেখার বার্তা প্রধানমন্ত্রীর
নয়া দিল্লি:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিঙারা সহযোগে জলযোগ করতে চান ভারতের প্রধানমন্ত্রী। লকডাউনের জন্য এখন বাইরে বসে খাবার ও গল্পগুজব নিষিদ্ধ। তাই এই অবসরে নিজের রান্নাঘরে জনপ্রিয় ভারতীয় পদ সিঙারা বানালেন স্কট মরিসন। স্কো-মোসা নামে সেই পদ টুইটারে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উল্লেখ করেন তিনি। টুইটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস লিখেছেন; "স্কটমোসাস, আমের চাটনি সঙ্গে। পুরোটাই আমার রান্নাঘর থেকে।"সেই টুইটে জবাব দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন; "ভারত মহাসাগর দ্বারা সংযুক্ত। ভারতীয় সিঙারা দ্বারা ঐক্যবদ্ধ। দেখে বেশ লোভনীয় লাগছে। যখন আমরা করোনা নামক শত্রুর বিরুদ্ধে জয়ী হবো, তখন একসঙ্গে বসে সিঙারা-সহ জলযোগ করবো।"

জানা গিয়েছে; চার জুন ইন্দো-অস্ট্রেলিয়া ভিডিও বৈঠকের সূচি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে সেই বৈঠক। দেখুন সেই টুইট:

Connected by the Indian Ocean, united by the Indian Samosa!

Looks delicious, PM @ScottMorrisonMP!

Once we achieve a decisive victory against COVID-19, we will enjoy the Samosas together.

Looking forward to our video meet on the 4th. https://t.co/vbRLbVQuL1

— Narendra Modi (@narendramodi) May 31, 2020

পাশাপাশি প্রতিরক্ষা; বাণিজ্য ও কৌশলগত স্তরে  একাধিক চুক্তি স্বাক্ষরের পথ তৈরি করতে এই বৈঠক। এমনটাই দাবি নয়াদিল্লি সূত্রে।

.