This Article is From May 12, 2020

আত্মনির্ভর হতে ৫টি স্তম্ভের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী

এদিন তিনি ২০ লক্ষ-কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা ভারতের মোট জিডিপি'র ১০%। এমনটাই মঙ্গলবার দাবি করেন প্রধানমন্ত্রী

এদিন জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ-কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

নয়া দিল্লি:

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ (Financial package) ঘোষণা করেছেন। ২১ শতকে ভারতকে আত্মনির্ভর (Self-reliance) করতে, পাঁচটি স্তম্ভের (5 pillars) প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। 

দেখুন সেই ৫ স্তম্ভ:

  • অর্থনীতি
  • পরিকাঠামো
  • প্রযুক্তি-নির্ভর সিস্টেম
  • ডেমোগ্রাফি
  • মেধাভিত্তিক সরবরাহ ব্যবস্থা

এদিন তিনি ২০ লক্ষ-কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা ভারতের মোট জিডিপি'র ১০%। এমনটাই মঙ্গলবার দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "এই প্যাকেজ ভারতকে সক্ষম হতে সাহায্য করবে।" এর প্রভাব জমি, শ্রম, নগদ আর আইনের ওপর থাকবে। এই প্যাকেজ মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে প্রমোট করবে। পাশাপাশি এমএসএমই, কৃষক আর অন্য ক্ষেত্রকে আর্থিক স্বাবলম্বী হতে সাহায্য করবে। 

.