This Article is From Jun 02, 2020

করোনা পরিস্থিতি পেরিয়ে ফের ঘুরে দাঁড়াবে ভারত, বৃদ্ধি হবেই, বললেন প্রধানমন্ত্রী

PM Midi: "ভারতের প্রতিভায় আমার পূর্ণ বিশ্বাস আছে, দেশের প্রযুক্তি, কৃষি, শিল্পে পূর্ণ আস্থা আছে", বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

করোনা পরিস্থিতি পেরিয়ে ফের ঘুরে দাঁড়াবে ভারত, বৃদ্ধি হবেই, বললেন প্রধানমন্ত্রী

Narendra Modi: সিআইআই-এর ১২৫ তম বার্ষিক সম্মেলনে দেশকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

হাইলাইটস

  • ৮ কোটির বেশি গরিব পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে
  • অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ৫৩ হাজার কোটি টাকার অর্থসাহায্য করা হয়েছে
  • প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার, বললেন প্রধানমন্ত্রী
নয়া দিল্লি:

করোনা ভাইরাস যতই মহামারী রূপে ভারতে থাবা বসাক না কেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে দেশ, সিআইআই-এর ১২৫ তম বার্ষিক সম্মেলনে এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লকডাউনের (Coronavirus Lockdown) কারণে দেশের অর্থনৈতিক বৃদ্ধি থমকে গেলেও ফের বৃদ্ধির পথে হাঁটবে ভারত, জোর গলায় বললেন তিনি (PM Modi)। "আত্মনির্ভর ভারত"-এর কথা তুলে ধরে তিনি বলেন, করোনা পরিস্থিতিকে পিছনে ফেলে সামনে হাঁটবে দেশ। "ভারতের প্রতিভায় আমার পূর্ণ বিশ্বাস আছে, দেশের প্রযুক্তি, কৃষি, শিল্পে পূর্ণ আস্থা আছে", বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর জীবনরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা স্বীকার করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্যে সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ৫৩ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য করা হয়েছে, ৫০ কোটি মানুষের ইপিএফে সরকার সাহায্য করেছে, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদেরও পাশে আছে সরকার।

দেশে করোনা আক্রান্ত ১.৯৮ লক্ষ মানুষ, মৃত্যু ৫,৫৯৮ জনের

করোনা আমাদের পথ আটকানোর চেষ্টা করলেও আমরা থেমে যাবো না, এগিয়ে যাবো, একথাই বলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুফল মিলেছে, বলে উল্লেখ করে তিনি বলেন ভারত লকডাউন পেরিয়ে আনলকের পথে হেঁটেছে, গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে। ৮ কোটির বেশি গরিব পরিবারে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে, বলেও উল্লেখ করেন মোদি।

ভারতের বিরুদ্ধে চিনের আগ্রাসনের নিন্দায় সরব মার্কিন বিদেশ মন্ত্রক

সিআইআই-য়ের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি। আমরা কেবল প্রাণ বাঁচানোর চেষ্টাই করেছি তাই নয়, মানব সম্পদকেও বাঁচানোর চেষ্টাও করেছি। কোভিড- ১৯ লড়াইয়ের মধ্যেও অর্থনীতিকে শক্তিশালী করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে একটি। দ্রুতগতির প্রবৃদ্ধির জন্য ভারতে ৫টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ: উদ্দেশ্য, অন্তর্ভুক্তি, বিনিয়োগ, পরিকাঠামো, উদ্ভাবন"।

বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার এই ভারতেই আছে, সেকথা মনে করিয়ে দিনে প্রধানমন্ত্রী বলেন, দেশের কয়লাক্ষেত্রকেও ধীরে ধীরে উন্মুক্ত করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া মন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন পিপিই কিট তৈরি হচ্ছে। একদিনে ৩ লক্ষ পিপিই কিট তৈরি করে সকলকে চমকে দিয়েছে দেশ। তাই এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। হাতে হাত ধরে সকলকে এগিয়ে আসতে হবে। এক দিকে দেশবাসীর জীবন বাঁচাতে হবে, অন্য দিকে অর্থনীতিকেও সচল রাখতে হবে, বলে জোর গলায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

.