This Article is From Dec 15, 2019

প্রয়াত 'পরিচয়' অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক

শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রয়াত হলেন অভিনেতা সিদ্ধার্থ কাক।

প্রয়াত 'পরিচয়' অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক

শনিবার সন্ধ্যেবেলায় প্রয়াত হলেন অভিনেতা সিদ্ধার্থ কাক

হাইলাইটস

  • গীতা সিদ্ধার্ত কাক অভিনয় যাত্রা শুরু করেছিলেন পরিচয় সিনেমা দিয়ে
  • সমাজ সেবার জন্য যথেষ্ট পরিচিতি ছিল এই অভিনেতার
  • চিত্র পরিচালক সিদ্ধার্থ কাকের স্ত্রী ছিলেন তিনি

শনিবার, ১৪ ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রয়াত হলেন অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক। এম এস শতায়ূর ১৯৭৩ সালের বিখ্যাত সিনেমা "গরম হাওয়া" র জন্য অভিনেত্রীকে মনে রাখবেন সবাই। জাতীয় সংহতির জন্য এই ছবিটি জাতীয় পুরস্কার জিতে ছিল। এই ছবিতে আমিনার চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারের মঞ্চে প্রশংসা পেয়েছিলেন গীতা সিদ্ধার্থ কাক।

১৯৭২ সালের গুলজারের ছবি "পরিচয় "দিয়ে অভিনয় জীবনে যাত্রা শুরু করেছিলেন গীতা সিদ্ধার্থ কাক। যে ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জিতেন্দ্র এবং জয়া ভাদুড়ি। আশি এবং সত্তরের দশকে বলিউডের রুপোলি পর্দার জনপ্রিয় এবং পরিচিত মুখ ছিলেন গীতা সিদ্ধার্থ কাক। "শোলে ত্রিশূল, ডিসকো ডান্সার, রাম তেরি গঙ্গা মইলি, নুরিয়া,দেশপ্রেমী ,ডান্স ডান্স, কাসম পয়দা করনে ওয়ালে কি, শৌকিন, অর্থ, এক চাদর মাইলি সি,গমন, দুসরা আদমি" এই ছবিগুলির মধ্যে অন্যতম।

ডকুমেন্টারি চিত্রপরিচালক তথা টেলিভিশন সঞ্চালক প্রডিউসার সিদ্ধার্থ কাকের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর । ১৯৯০ থেকে ২০০১ সালে দূরদর্শনে চলা জনপ্রিয় টিভি সংস্কৃতিমূলক অনুষ্ঠান "সুরভীর" জন্য বিখ্যাত গীতা সিদ্ধার্থ কাক। গীতা সিদ্ধার্থ কাক ছিলেন এই অনুষ্ঠানের আর্ট ডিরেক্টর।

গীতা এবং সিদ্ধান্ত কাকের মেয়ে অন্তরা একজন তথ্যচিত্র পরিচালক। নিজের অভিনয়ের বাইরে গীতা পরিচিত ছিলেন একজন সমাজকর্মী বা সমাজসেবী হিসাবেও।
 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.