This Article is From Oct 13, 2019

জম্মু ও কাশ্মীরের প্রাচীন ধর্মীয় সৌধর সংস্কারে খরচ ৮৪ কোটি টাকা: বিজেপি

এর ফলে কেবল আকর্ষণীয় পর্যটন‌ কেন্দ্র হয়ে ওঠাই নয়, স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নতিও হবে বলে জানিয়েছেন বিজেপি (BJP) নেতা।

জম্মু ও কাশ্মীরের প্রাচীন ধর্মীয় সৌধর সংস্কারে খরচ ৮৪ কোটি টাকা: বিজেপি

দুই প্রাচীন ধর্মীয় সৌধ ‘শুদ্ধ মহাদেব’ ও ‘মনতলাই’-এর সংস্কারের জন্য ৮৪ কোটি টাকা খরচ করছে কেন্দ্র।

জম্মু:

এক বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা শনিবার জানা‌লেন, জম্মু ও কাশ্মীরের (J&K) উধমপুর জেলার দুই প্রাচীন ধর্মীয় সৌধ ‘শুদ্ধ মহাদেব' (Sudh Mahadev) ও ‘মনতলাই'-এর (Mantalai)  সংস্কারের জন্য ৮৪ কোটি টাকা খরচ করছে কেন্দ্র। বিজেপির জাতীয় সভাপতি এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ রাই খান্না বলেন, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন প্রকল্পের তরফে অনুমোদন করা হয়েছে এই দুই সৌধের সংস্কারের বিষয়টি। জম্মু থেকে ১১২ কিমি দূরত্বে অবস্থিত ‘শুদ্ধ মহাদেব'। এই শিব মন্দিরটি প্রায় ৩,০০০ বছরের পুরনো বলে লোকায়ত বিশ্বাস। এখানে শিব ও পার্বতীর দু'টি কালো মার্বেলে নির্মিত মূর্তি ও ত্রিশূল রয়েছে।

এই মন্দিরের নীচ দিয়ে বইছে রহস্যময় জলধারা, যার নাম দেবক। একে গঙ্গার মতোই শুদ্ধ মনে করা হয়। পাথুরে এলাকার মধ্যে দিয়ে কিছুটা প্রবাহিত হওয়ার পর তা অদৃশ্য হয়ে গিয়েছে পাথরের মধ্যে।

"বাণিজ্য, বিনিয়োগ নিয়ে নতুন ধারায় আলোচনা":মোদি-জিনপিংয়ের বৈঠক প্রসঙ্গে বলল সরকার

ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে দেওধর অরণ্যে অবস্থিত ‘মনতালাই'। পুরাণ মতে, এখানেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল।

অবিনাশ রাই খান্না বলেন, ‘‘যেহেতু ‘মনতালাই' ও ‘শুদ্ধ মহাদেব' ধর্মীয় সৌধ হিসেবে সমৃদ্ধ, তাই স্বাভাবিক ভাবেই এগুলি তীর্থযাত্রীদের আকর্ষণ করবে।'

Garba 2019: গোখরো হাতে গরবা নাচ! ধৃত ৫

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেলের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগ করার পর তিনি জানান, কেবল আকর্ষণীয় পর্যটন‌ কেন্দ্র হয়ে ওঠাই নয়, এর ফলে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নতিও হবে।

তিনি বলেন, ‘মনাতালাই'-এর সৌন্দর্যায়ন, আলোকসজ্জা, কঠিন বর্জ্য ব্যবস্থাপন, অভ্যন্তরীণ পথের উন্নতি, প্রতিরক্ষা ব্যবস্থা, খোলা জায়গার অ্যাম্পিথিয়েটার, স্ত্রী-পুরুষ শৌচালয়, সিসিটিভি ক্যামেরা, গার্ড রুম, সৌরশক্তি প্রভৃতির কারণে ৮২.১৬ কোটি টাকা খরচ হবে।

এদিকে ‘শুদ্ধ মহাদেব'-এও সৌন্দর্যায়ন, পর্যটকদের জন্য ক্যাফেটেরিয়া হলসহ, অপেক্ষা করার বেঞ্চ ইত্যাদি খাতে ১.৯৭ কোটি টাকা খরচ হচ্ছে বলে বিজেপি নেতা জানান।

দেখুন ভিডিও

.