This Article is From Feb 01, 2019

প্রকাশিত হল NEET PG 2019 ফলাফল, দেখে নিন কীভাবে জানতে পারবেন আপনার ফলাফল

প্রার্থীরা নিজের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট www.natboard.edu.in এবং nbe.edu.in লিঙ্কে গিয়ে জানতে পারবেন।

প্রকাশিত হল NEET PG 2019 ফলাফল, দেখে নিন কীভাবে জানতে পারবেন আপনার ফলাফল

NEET PG Result 2019 অফিসিয়াল ওয়েবসাইট nbe.edu.in -এ জানুন আপনার ফলাফল

নিউ দিল্লি:

মেডিকেলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট পিজির ফলাফল (NEET PG Results 2019) প্রকাশ হয়েছে। প্রার্থীরা নিজের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট www.natboard.edu.in এবং nbe.edu.in লিঙ্কে গিয়ে জানতে পারবেন। নিট পিজি (NEET PG 2019) প্রবেশিকা পরীক্ষা ৬ জানুয়ারি দেশ জুড়ে আয়োজিত হয়। ১৭ জানুয়ারি জম্মু-কাশ্মীরে এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিট পিজি প্রবেশিকা পরীক্ষার জন্য মোট ১৬৫ টি কেন্দ্র তৈরি করা হয়েছিল, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৮,০০০। মেডিক্যালের পিজি কোর্সে ভর্তির জন্য নিট পিজি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় পাস করার পরেই পড়ুয়াদের পিজি কোর্সে ভর্তির সুযোগ মেলে। এই পরীক্ষার আয়োজক সংস্থা হল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন (এনবিই)।

তিনবছরে দেশজুড়ে ১৩% বেড়েছে স্কুলছুট! বৃদ্ধির সদুত্তর নেই মানব সম্পদ মন্ত্রীর কাছেও

নীচে দেওয়া এই লিঙ্ক থেকে আপনার ফলাফল জেনে নিন-

NEET PG Results 2019

জেনে নিন কীভাবে নিজের ফলাফল জানতে পারবেন লিঙ্ক থেকে-

ধাপ 1: প্রার্থীরা নিট পিজি ফলাফল জানতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.natboard.edu.in অথবা nbe.edu.in-এ যান।

ধাপ 2: ওয়েবসাইটে প্রদত্ত NEET-PG 2019 এর লিঙ্ক ক্লিক করুন।

ধাপ 3: একটি পিডিএফ আপনার কম্পিউটার বা মোবাইলের পর্দায় আসবে।

ধাপ 4: এখান থেকেই আপনি আপনার ফলাফল জানতে পারবেন।

ধাপ 5: আপনি আপনার ফলাফলের প্রিন্ট আউটও নিতে পারেন।

মিড ডে মিলের খিচুড়িতে মিলল বিশাল এক সাপ

 

শীর্ষস্থানীয় কিছু মেডিকেল কলেজ

কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, লখনউ

মৌলানা আজাদ মেডিকেল কলেজ, দিল্লি

চিকিৎসা বিজ্ঞান সংস্থান- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়

লেডি হার্ডিং মেডিকেল কলেজ

শেঠ গোর্ধনদাস সুন্দরদাস মেডিকেল কলেজ, মুম্বাই

জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, আলিগড়

গ্রান্ট মেডিকেল কলেজ, মুম্বাই

.