This Article is From Mar 08, 2020

বাবা হয়েও সন্তানপালন মাতৃস্নেহে, নারী দিবসে তিনিই "বিশ্বের সেরা মা"

আদিত্যের মতে, সন্তানপালনে লিঙ্গভেদ থাকা বাঞ্ছনীয় নয়। একজন মা যেভবে সন্তানকে বড় করেন একজন বাবাও সমান যত্ন নেন সন্তানের।

বাবা হয়েও সন্তানপালন মাতৃস্নেহে, নারী দিবসে তিনিই

বাবা-ই যখন মা!

পুণে:

সবাই জানতেন, শিশুটি ভুগছে ডাউন সিনড্রোমে। তারপরেও তাকেই ২০১৬-য় বুকে তুলে নিয়েছিলেন পুণের আদিত্য তিওয়ারি (Aditya Tiwari)। রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2020) তিনিই পেলেন "বিশ্বের সেরা মা"-এর সম্মান (Best Mommy of the World)। দত্তক পুত্রকে মায়ের মতোই স্নেহে-যত্নে গত চারবছর ধরে লালন করে আসছেন আদিত্য। বাবা হয়েও তিনি মায়ের সমান! আদিত্যও মানেন সেটা। তাঁর মতে, সন্তানপালনে লিঙ্গভেদ থাকা বাঞ্ছনীয় নয়। একজন মা যেভবে সন্তানকে বড় করেন একজন বাবাও সমান যত্ন নেন সন্তানের।

Women's Day 2020: নারীর হয়ে জোরালো সওয়াল ২০ নারীর

তাঁর দাবি, "দেড় বছর লড়াইয়ের পরে ২০১৬-র পয়লা জানুয়ারি অবনীশের আইনি হেফাজত পেয়েছি। তারপর থেকে আমরা বাবা-ছেলে মিলে প্রচুর সংগ্রাম করেছি। অবনীশ আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। নিজেকে কখনও একা বাবা বলে মনেই করিনি। সারাক্ষণ ছেলের যত্ন নিয়েছি নিজের মতো করে। আমিও ওর মা, আমিই ওর বাবা।"

"অবনীশ আমাকে শিখিয়েছে কীভাবে একইসঙ্গে ভালো মা-বাবা হওয়া যায়। মায়েরাই কেবল সন্তানের সঠিক দেখভাল করতে পারেন, বাবারা নন, এই সেকেলে ধারণা ভাঙতে চেয়েছি আমি" জানান আদিত্য।

Women's Day 2020: কেন পালিত হয় নারী দিবস, জানেন?

আদিত্য তিওয়ারি অবনীশকে দত্তক নেওয়ার পরে আইটি ফার্মের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এবং বাচ্চাদের মা-বাবাকে নানা পরামর্শ বা টিপস দিতে শুরু করেন। প্রতিবন্ধী শিশুদের একা হাতে বড় করে তোলার উপায় নিয়ে একটি সম্মেলনে অংশ নিতে তাঁকে জাতিসংঘেও আমন্ত্রণ জানানো হয়।

.