This Article is From Dec 18, 2018

মৃত্যুদিনে তাপসী মালিককে স্মরণ করলেন মমতা

২০০৬ সালের ১৮ ডিসেম্বর কারখানার জন্য নির্দিষ্ট জমি থেকেই উদ্ধার  হয় তাপসীর  দেহ

মৃত্যুদিনে তাপসী মালিককে স্মরণ করলেন মমতা

আজ তাপসী মালিকের মৃত্য দিন। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর ঘটে এক নারকীয় ঘটনা।

হাইলাইটস

  • ২০০৬ সালের ১৮ ডিসেম্বর ঘটে এক নারকীয় ঘটনা
  • জমি অধিগ্রহণ নিয়ে সিঙ্গুরের পরিস্থিতি যখন উত্তাল তখন মৃত্যু হয় তাপসীর
  • ২০১৬ সালে সুপ্রিম কোর্ট জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়
কলকাতা:

আজ তাপসী মালিকের মৃত্য দিন। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর ঘটে এক নারকীয় ঘটনা। জমি  অধিগ্রহণ করা নিয়ে সিঙ্গুরের পরিস্থিতি যখন উত্তাল তখনই মৃত্যু হয়  তাপসীর। অভিযোগ খুনের আগে তাকে  ধর্ষণ করা হয়েছিল। ঘটনায় রাজনৈতিক রংও লেগেছিল।  সেই তাপসী মালিককে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তাপসীর পাশাপাশি  ৩৪ বছরের বাম আমলে রাজনৈতিক সংঘর্ষে নিহত নাগরিকদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা  জ্ঞাপন করেন মমতা।

মুম্বইয়ের হাসপাতালে আগুন,৬ মাসের শিশু সহ মৃত আট                                                                 

 টাটা গোষ্ঠীর ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের হাজার একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়  তৎকালীন বাম সরকার। চাষের জমিতে শিল্প করা  নিয়ে প্রথম থেকেই বিতর্ক দেখা দেয়। অনেক কৃষকই জমি  দিতে  রাজি হননি। সেই অনিচ্ছুক  কৃষকদের জমি ফিরিয়ে  দেওয়ার দাবিতেই শুরু হয় আন্দোলন। সে সময়  ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কারখানার জন্য নির্দিষ্ট জমি থেকেই উদ্ধার  হয় তাপসীর  দেহ।

সরকারি চাকরি পেতে অত্যাধুনিক কায়দায় নকল! গ্রেফতার সাত

নতুন  করে উত্তাল  হয় রাজ্য রাজনীতি। এরপরের বছর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। জমি  অধিগ্রহণ নিয়ে সেখানেও গোলমাল বাধে। পরবর্তী সময়ে দুটি আন্দোলনেরই নেতৃত্ব দেন  বর্তমান মুখ্যমন্ত্রী। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হয় বামেরা। আর তারও আগে  সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয়  টাটা। শেষমেশ ২০১৬ সালে সুপ্রিম কোর্ট  জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালত বলে জমি আধিগ্রহণ জনস্বার্থে হয়নি।                                          



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.