This Article is From Feb 19, 2020

টিকটকে ঘুরছে মাধ্যমিক ইংলিশের প্রশ্নপত্র! অভিযুক্ত পরীক্ষার্থীকে গ্রেফতার

এদিন ইংলিশ পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে প্রশ্ন! এমন অভিযোগে সরব অভিভাবক ও শিক্ষক মহল।

টিকটকে ঘুরছে মাধ্যমিক ইংলিশের প্রশ্নপত্র! অভিযুক্ত পরীক্ষার্থীকে গ্রেফতার

সেই প্রশ্ন হাতে মালদহের রতুয়ার এক পরীক্ষার্থীকে টিকটক ভিডিও করতে দেখা গিয়েছে।(ছবি প্রতীকী)

হাইলাইটস

  • মাধ্যমিকের দ্বিতীয়দিনে ইংরাজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
  • পরীক্ষা শুরুর কয়েকঘণ্টার মধ্যেই টিকটকে ভাইরাল হয়েছে প্রশ্নপত্র
  • এই অভিযোগে মালদহের রতুয়ার এক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ
মালদহ (কলকাতা):

এবছর মাধ্যমিকে ইংরাজি প্রশ্নপত্র (Madhyamik 2020) ফাঁসের অভিযোগ তুললেন অভিভাবকরা। এদিন ইংলিশ পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নাকি ফাঁস (English Paper Leaked) হয়ে গিয়েছে প্রশ্ন! এমন অভিযোগে সরব অভিভাবক ও শিক্ষক মহল। সেই প্রশ্ন হাতে মালদহের রতুয়ার এক পরীক্ষার্থীকে টিকটক ভিডিও (Viral in TikTok) করতে দেখা গিয়েছে। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে দশম শ্রেণীর ওই পড়ুয়াকে। পুলিশ সূত্রে খবর, এদিন পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই অভিযুক্ত পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নপত্রের দুটি পৃষ্ঠার ছবি তুলে নিয়েছিল। পরে নিজের টিকটক পেজ সেই ছবি আপলোড করে ভিডিও করতে দেখা গিয়েছে ওই পড়ুয়াকে। ফলে সংক্রমণের মতো সেই প্রশ্নপত্র ছড়িয়ে পরে অন্যত্র। প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয় ওই পড়ুয়াকে। বৃহস্পতিবার তাকে জেলার কিশোর আদালত তোলা হবে। 

তাপস পালকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, কেওড়াতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন

এদিকে জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, অভিযুক্তের রেজিস্ট্রেশন কেড়ে তাকে বহিষ্কৃত করা হয়েছে। তবে এই প্রশ্নফাঁসের বিতর্ক ঘিরে ফের একবার সমালোচনার মুখে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, অনলাইন প্রশ্নপত্র ফাঁস এড়াতে রাজ্যের সংবেদনশীল ৪২'টি ব্লকে তিন (১২-৩) ঘণ্টার জন্য নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সংবেদনশীল ব্লকগুলোর পরীক্ষাকেন্দ্রে। কেন্দ্রের ভিতরে কোনওরকম গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। না পড়ুয়া, না অভিভাবক, কেউ ফোন নিয়ে ঢুকতে পারছে না পরীক্ষাকেন্দ্রে। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটলো, প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবিভিপি

জেলা পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার ফাঁক কীভাবে তৈরি হল? তা জানতে পুলিশ সুপার অলোক রাজোরিয়া নিজে তদন্ত করছেন। যদিও প্রশ্নফাঁস প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক সূত্র দাবি করেছে, টিকটক ভিডিওতে যে প্রশ্ন এসেছে, তার সঙ্গে মূল প্রশ্নের যোগ নেই। যে সেটে পরীক্ষা হয়েছে, সে সেটের প্রশ্নের সঙ্গে খুব একটা মিল নেই এই প্রশ্নের। এমনকি, "টিকটক ভিডিওতে ভাইরাল হওয়া প্রশ্নে পর্ষদের লোগো নেই," এমন দাবিও করেছে ওই সূত্র। এই ঘটনার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মন্ত্রীর কাছে তিনি অভিযোগ করেন, "পর্ষদ ও শিক্ষা দফতরের গাফিলতি দেখাতে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। যা জেরে প্রভাবিত হচ্ছে পরীক্ষা গ্রহণের পরিবেশ।" মাধ্যমিক ২০২০-র প্রথমদিনেও বাংলা প্রশ্নপত্রের দুটি পাতা ফাঁস হয়ে গিয়েছিল। এমনই নাকি অভিযোগ অভিভাবকদের।এবার রাজ্যের প্রায় ২৮৩৯টি কেন্দ্রে ১০,১৫,৮৮৮ জন পরীক্ষা দিচ্ছে। যাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ০০৯ জন। 

গতবারও এক সাথে ৭টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়েছিল। যদিও পরে শিক্ষামন্ত্রী ও পর্ষদ সেই অভিযোগ নস্যাৎ করে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.